Starlink লঞ্চ করল ডিরেক্ট-টু-ফোন পরিষেবা, নেটওয়ার্ক ছাড়াই হবে কল, ইন্টারনেটও চালানো যাবে

ডিরেক্ট-টু-ফোন - স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা আনল স্টারলিঙ্ক। টেলিকম সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে এবার প্রত্যন্ত অঞ্চলেও কলিং ও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে সংস্থা।

Julai Mondal 26 Nov 2024 12:00 AM IST

ডিরেক্ট-টু-ফোন স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবা আনল স্টারলিঙ্ক। বিশ্বের একাধিক দেশের টেলিকম সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে নতুন সুবিধা চালু করল ইলন মাস্কের সংস্থা। স্টারলিঙ্কের দাবি, স্যাটেলাইট থেকে স্মার্টফোনে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে। ঐতিহ্যবাহী সেল টাওয়ারগুলির তুলনায় বেশি কভারেজ রয়েছে এই পরিষেবার। যেখানে সেলুকার নেটওয়ার্ক পৌঁছায় না, সেইরকম প্রত্যন্ত অঞ্চলগুলিতে মিলবে কলিং ও ইন্টারনেট।

জাপান, কানাডা, সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তিরাষ্ট্রের টেলিকম সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্টারলিঙ্ক। টুইকটাউনের একটি প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা ২৫০-৩৫০ এমবিপিএস গতিতে ইন্টারনেট উপভোগ করতে পারবেন। দক্ষিণ অস্ট্রেলিয়া অঞ্চলে ৫০-৬০ এমবিপিএস গতিতে পাওয়া যায় ইন্টারনেট। তাকেও ছাড়িয়ে গিয়েছে স্টারলিঙ্ক।

এই ডিরেক্ট-টু-ফোন কী?

সংস্থার ভাষায়, এই প্রযুক্তি একটি মাইলফলক তাদের কাছে। ডিরেক্ট-টু-ফোন পরিষেবার মাধ্যমে প্রথাগত সেল টাওয়ারের প্রয়োজন ছাড়াই সরাসরি স্যাটেলাইট থেকে স্মার্টফোন কানেক্ট করা যাবে। বিশ্বের প্রান্তিক অঞ্চলগুলিতে, যেখানে সেল টাওয়ারের নেটওয়ার্ক পৌঁছায় না, সেখানে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করবে ডিরেক্ট-টু-ফোন। ২০২৫ সালের মধ্যে আরও বেশ কিছু দেশে এই সুবিধা চালু করতে পারে স্টারলিঙ্ক।

কোন কোন টেলিকম অপারেটরের সঙ্গে হাত মিলিয়েছে স্টারলিঙ্ক?

আমেরিকা - টি মোবাইল

কানাডা - রজার্স

নিউজিল্যান্ড - ওয়ান নিউজিল্যান্ড

জাপান - কেডিডি

অস্ট্রেলিয়া - অপটাস

সুইজারল্যান্ড - সল্ট

উল্লেখ্য, স্পেসএক্স মালিকাধীন স্টারলিঙ্ক ভারতেও শীঘ্রই স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ পরিষেবা শুরু করতে পারে। ইতিমধ্যে একাধিক নিরাপত্তা ধাপ সম্পন্ন করেছে সংস্থাটি। সূত্রের খবর, টেলিকম বিভাগের তরফে খুব তাড়াতাড়ি স্যাটেলাইট পরিষেবার জন্য স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়া শুরু হতে পারে।

Show Full Article
Next Story