Starlink Pricing: স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার খরচ প্রকাশে এল, চাপে পড়বে জিও ও এয়ারটেল?

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইঙ্গিত দিয়েছেন যে, এবার ইলন মাস্কের স্টারলিঙ্ককে (Starlink) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার লাইসেন্স দেওয়ার জন্য প্রস্তুত ভারত।

Julai Mondal 13 Nov 2024 6:56 PM IST

দীর্ঘদিন ধরে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ভারত সরকারের কাছে আবেদন করে আসছিল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইঙ্গিত দিয়েছেন যে, এবার ইলন মাস্কের স্টারলিঙ্ককে (Starlink) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার লাইসেন্স দেওয়ার জন্য প্রস্তুত ভারত। তবে, এর জন্য অন্যান্য স্যাটেলাইট পরিষেবার মতোই স্টারলিঙ্ককেও লাইসেন্সিং ফরম্যাটে বর্ণিত সরকারের সুরক্ষা প্রোটোকলগুলি মেনে চলতে হবে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, স্টারলিঙ্ক ভারত সরকারের ডেটা স্টোরেজ এবং সিকিউরিটি সংক্রান্ত নিয়মগুলি মেনে চলার জন্য রাজি হয়েছে। তবে, সংস্থাটি এখনো আনুষ্ঠানিক ভাবে এর জন্য প্রয়োজনীয় কোন চুক্তিপত্র জমা দেয়নি।

এদিকে, টেলিকম রেগুলেটরি সংস্থায় বর্তমানে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য ভারতের স্যাটেলাইট পরিষেবার মূল্য যথেষ্ট ভাবে প্রভাবিত হতে পারে। যদিও, সরকার স্যাটেলাইট স্পেক্ট্রামের প্রশাসনিক বরাদ্দ ব্যবহার করার কথা ঘোষণা করেছে। তবে, স্পেক্ট্রাম বরাদ্দ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা এখনো ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটির তরফ থেকে আসেনি। আশা করা হচ্ছে আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে ট্রাই স্যাটেলাইট কানেকশন সংক্রান্ত নতুন নিয়ম সম্পর্কে জানাবে।

ভারতে স্টারলিঙ্ক ব্রডব্যান্ড পরিষেবার খরচ কত হবে?

ভারতে স্টারলিঙ্ক ব্রডব্যান্ড পরিষেবার দাম এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে, অন্যান্য দেশের ডেটা অনুযায়ী প্রথম বছরে এই স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবার জন্য প্রায় ১,৫৭,০০০ টাকা খরচ (Starlink Pricing) হতে পারে। আর দ্বিতীয় বছর থেকে এই পরিষেবার জন্য খরচ হতে পারে আনুমানিক ১,১৫,০০০ টাকা, যার মধ্যে ৩০ শতাংশ ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। এছাড়া, ব্রডব্যান্ড পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন টুলের জন্য খরচ হতে পারে ৩৭,৪০০ টাকা। অর্থাৎ ট্যাক্স ও টুল বাদ‌ দিয়ে ব্যবহারকারীদের স্টারলিঙ্ক ব্রডব্যান্ড পরিষেবার জন্য প্রতি মাসে খরচ করতে হতে পারে প্রায় ৭,৪২৫ টাকা।

Show Full Article
Next Story