Starlink স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন নিতে কি কি উপকরণ লাগবে, Jio AirFiber ও Airtel এর থেকে কেন আলাদা?

ভারতে আসতে চলেছে স্টারলিঙ্ক। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকার। কিন্তু, কীভাবে কাজ করে স্টারলিঙ্ক স্যাটেলাইট? জিও, এয়ারটেলের ফাইবার পরিষেবার থেকে কোথায় আলাদা? জানুন এই প্রতিবেদনে।

Suvrodeep Chakraborty 17 Nov 2024 10:22 PM IST

ভারতের বাজারে ইন্টারনেট পরিষেবা দিতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে স্টারলিঙ্ক (Starlink)। চূড়ান্ত অনুমতি পেলেই দেশের বাজারে প্রবেশ করবেন ইলন মাস্ক (Elon Musk) ও তাঁর সংস্থা। সরকারের তরফে জানানো হয়েছে যে, প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট স্পেকট্রাম বরাদ্দ করা হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) ডিসেম্বরের প্রথমার্ধে স্যাটেলাইট স্পেকট্রাম সম্পর্কে সুপারিশগুলি পেশ করবে বলে আশা করা হচ্ছে।

দেশের প্রধান দুই টেলিকম অপারেটর জিও এবং এয়ারটেলের কাছ থেকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে স্টারলিঙ্ক। কারণ ইন্টারনেট দেওয়ার দৌড়ে একচেটিয়া আধিপত্য এই দুই সংস্থার। জিও ও এয়ারটেল দাবি করেছে, সমস্ত টেলিকম সরবরাহকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে সরকারের স্যাটেলাইট স্পেকট্রাম নিলাম করা উচিত। মুকেশ আম্বানির রিলায়েন্স জিও’র তরফে, স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ করার আগে ইলন মাস্কের স্টারলিঙ্ক এবং অ্যামাজনের কুইপার উভয়ের সম্ভাব্য প্রভাব ঘনিষ্ঠভাবে পরীক্ষা করার জন্য ট্রাই-কে অনুরোধ করা হয়েছে।

স্টারলিঙ্ক কীভাবে কাজ করে?

স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট তিনটি প্রাথমিক ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে - আবাসিক, রোম এবং বোট। আবাসিক হল বাড়ি বাড়ি স্যাটেলাইট ইন্টারনেট প্রদান করা। রোম এবং বোট হল এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করার সময় ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা। স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেটে ছয়টি ভিন্ন স্পেসিফিকেশনে পাওয়া যায় - মিনি, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অ্যাকুরেট, হাই পারফরম্যান্স, ফ্ল্যাট হাই পারফরম্যান্স এবং এন্টারপ্রাইজ।

স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেটের জন্য কি কি উপকরণ লাগবে

স্যাটলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট প্যাকেজে প্রাথমিকভাবে একটি স্টারলিঙ্ক ডিভাইস, একটি স্টারলিঙ্ক কেবল, একটি পাওয়ার সাপ্লাই, একটি এসি কেবল এবং একটি রাউটার অন্তর্ভুক্ত রয়েছে। সরঞ্জামের তালিকার সঙ্গে যদি তুলনা করেন, তাহলে লক্ষ্য করবেন যে এতে জিও এয়ারফাইবার (Jio AirFiber) বা এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার (Airtel Xtreme Fiber)-এর মতো একই উপাদান রয়েছে।

Show Full Article
Next Story