Jio -র সুপারহিট রিচার্জ প্ল্যান, OTT বেনিফিট সহ ভরপুর ইন্টারনেট ডেটা
Jio ১৭৫ টাকার প্রিপেড প্ল্যানের সাথে ১০ জিবি ডেটা দিয়ে থাকে। এটি 4G ডেটা।
আপনি যদি Jio গ্রাহক হন এবং ওটিটি বেনিফিট সহ কোনো ডেটা প্যাক খুঁজে থাকেন তাহলে আপনার হাতে একটিই বিকল্প আছে। বিনোদন সহ বিভিন্ন ধরনের কনটেন্ট দেখার জন্য আপনাকে ১৭৫ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এছাড়া এটা ডেটা প্যাক হওয়ায় গ্রাহকরা ইন্টারনেট ডেটারও সুবিধা পাবেন। তবে মনে রাখবেন এটি ব্যবহার করার জন্য সক্রিয় কম্বো প্ল্যান থাকা বাধ্যতামূলক।
Jio -র ১৭৫ টাকার প্ল্যানের বেনিফিট
রিলায়েন্স জিও ১৭৫ টাকার প্রিপেড প্ল্যানের সাথে ১০ জিবি ডেটা দিয়ে থাকে। এটি 4G ডেটা। তবে আগেই বলেছি যে, এখানে ওভার দা টপ বা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এরমধ্যে রয়েছে সোনি লিভ, জি৫, জিও সিনেমা প্রিমিয়াম, লায়ন্সগেট প্লে, ডিসকভারি +, সানএক্সএনটি, কাঞ্চা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, চৌপাল, হইচই এবং জিও টিভি।
JioTV মোবাইল অ্যাপ থেকে কনটেন্ট দেখে যাবে
গ্রাহকরা উল্লেখিত প্ল্যাটফর্মের কনটেন্ট জিওটিভি মোবাইল অ্যাপ থেকে দেখতে পারবেন। অর্থাৎ আলাদা অ্যাপে গিয়ে লগইন করার চেষ্টা করলে গ্রাহকরা কোনো সুবিধা পাওয়া যাবে না। তবে জিও সিনেমা অ্যাপ থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আপনি চাইলে জিও -র অন্য ডেটা ভাউচার বেছে নিতে পারেন কিন্তু সেখানে এমন সুবিধা পাবেন না।
কোনো কল বা এসএমএস সুবিধা নেই
মনে রাখবেন এটি একটি ডেটা প্যাক তাই এখানে ইন্টারনেট ডেটা পাওয়া গেলেও কোনো কলিং ও এসএমএস বেনিফিট দেওয়া হবে না। এছাড়া এই প্যাকের সাথে সিমের ভ্যালিডিটি বাড়বে না। এই কারণে সক্রিয় কম্বো প্ল্যানের সাথেই এটি ব্যবহার করা যাবে।
Jio এনেছে ১১ টাকার ডেটা ভাউচার
জিও সম্প্রতি ১১ টাকার ডেটা ভাউচার প্যাক এনেছে। এই প্ল্যানে ১ ঘন্টার জন্য ১০ জিবি ডেটা পাওয়া যাবে। যাদের কম সময়ের মধ্যে বড় ফাইল ডাউনলোড করার প্রয়োজন বা সফটওয়্যার আপডেট করার প্রয়োজন তাদের জন্য এই প্যাক আদর্শ হবে।
Jio ১৭৫ টাকার প্রিপেড প্ল্যানের সাথে ১০ জিবি ডেটা দিয়ে থাকে। এটি 4G ডেটা।