ফোন করলেই সাইবার এলার্ট কলার টিউন শুনতে পারছেন? Jio, Airtel, BSNL, Vi গ্রাহকরা জানুন

আপনি হয়তো খেয়াল করেছেন, কাউকে ফোন করলেই কলার টিউনে সাইবার এলার্ট শোনা যাচ্ছে। এর কারণ সমস্ত টেলিকম সংস্থাকে এই সতর্কতা জারি করার নির্দেশ দিয়েছে টেলিকম দফতর।

Puja Mondal 26 Dec 2024 12:24 PM IST

দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীদের সাইবার জালিয়াতি সম্পর্কে সচেতন করা হচ্ছে। কাউকে ফোন করলেই একটি নতুন কলার টিউন শুনতে পাবেন। এর কারণ জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল-সহ সমস্ত টেলিকম সংস্থাকে এই নির্দেশ দিয়েছে টেলিকম দফতর (DoT)। সাইবার জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য এই উদ্যোগ চালু করা হয়েছে।

কলার টিউনে সাইবার সতর্কতা কেন?

স্মার্টফোন এবং ইন্টারনেট যত সহজলোভ্য হয়েছে ততই বেড়েছে সাইবার অপরাধ। ক্রমাগত নতুন কৌশলে ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে অপরাধীরা। এই ক্রমবর্ধমান উদ্বেগকে মোকাবেলা করার জন্য, টেলিকমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে (DoT) কলার টিউন হিসাবে সাইবার অপরাধ সচেতনতা বার্তাগুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত টেলিকম অপারেটরদের এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

এই বার্তাগুলির লক্ষ্য ব্যবহারকারীদের সম্ভাব্য সাইবার হুমকি সম্পর্কে সচেতন করা। টেলিকম দফতরের নির্দেশ অনুযায়ী, জিও, এয়ারটেল, ভিআই-সহ সমস্ত বড় টেলিকম অপারেটরদের, তাদের গ্রাহকদের জন্য দিনে 8-10 বার সাইবার অপরাধ সচেতনতামূলক কলার টিউন বাজাতে হবে। তবে প্রতি কলে এই বার্তা নাও শোনা যেতে পারে। ব্যাপক প্রচারের জন্য এটি দিনে একাধিকবার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই কলার টিউন সরবরাহ করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)। পাশাপাশি বার্তাটি সাপ্তাহিক আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি নতুন টিউন নির্দিষ্ট ধরনের সাইবার জালিয়াতির উপর মনোনিবেশ করবে। এটা নিশ্চিত করতে, যে ব্যবহারকারীরা ক্রমাগত বাড়তে থাকা সাইবার হুমকি সম্পর্কে অবগত থাকেন।

Show Full Article
Next Story