রিচার্জের দাম বৃদ্ধি থেকে স্প্যাম কল নিমন্ত্রণ, টেলিকম ইন্ড্রাস্ট্রি 2024 সালে আপনার ফায়দা করলো নাকি পকেট কাটলো
এই বছর টেলিকম শিল্পে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। যা প্রত্যক্ষ এবং পরোক্ষ দু’ভাবেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা বলা যেতে পারে রিচার্জের দাম বৃদ্ধি। তবে নতুন পরিষেবাও পাচ্ছে গ্রাহকরা। স্প্যাম কল ও মেসেজ নিয়ন্ত্রণের সুবিধা এসেছে। পাশাপাশি শীঘ্রই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।
২০২৪ সাল মনে থাকবে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের। এই বছরে একজোটে মোবাইল খরচ বাড়িয়েছে তিন প্রধান টেলিকম সংস্থা। ধুকতে থাকা বিএসএনএল কিছুটা অক্সিজেন পেয়ে ট্র্যাক ফেরার অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বছরভর টেলিকম শিল্পে এরকমই একাধিক ঘটনা ঘটেছে।
মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি
চলতি বছর মোবাইল ব্যবহারকারীদের সবথেকে বড় ঘটনা রিচার্জের দাম বৃদ্ধি। জিও, এয়ারটেল, ভিআই-এই তিন বড় টেলিকম সংস্থাগুলি গড়ে প্রায় ১৫ শতাংশ খরচ বাড়িয়েছে। গ্রাহক পিছু আয় বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে তিন সংস্থা। এর ফায়দা নিয়েছে বিএসএনএল। কম খরচের খোঁজে প্রচুর মানুষ বিএসএনএলে সিম ব্যবহার করতে শুরু করেছেন। মাত্র চার মাসে ৫৫ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে এই সংস্থায়।
স্প্যাম কল ও মেসেজ বৃদ্ধি
আরও একটি উল্লেখযোগ্য ঘটনা বা সমস্যাও বলতে পারেন, তা হল স্প্যাম বা অবাঞ্ছিত কল ও মেসেজের বৃদ্ধি। যার জেরে অনেক মানুষ নিঃস্ব হয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি এয়ারটেল তাদের এক রিপোর্টে জানিয়েছে, ভারতে সবথেকে বেশি স্প্যাম কল ও মেসেজ হয় দুপুরের দিকে। সবথেকে বেশি টার্গেট করা হয় ২৬ থেকে ৩৫ বছর বয়সি পুরুষ গ্রাহকদের। এই স্প্যাম কল রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ব্যবহার করে একাধিক ব্যবস্থা নিয়েছে সরকার।
স্যাটেলাইট ইন্টারনেট
এই বছর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাও বৃদ্ধি পেয়েছে। সরকারের তরফে অবশেষে, স্যাটেলাইট ইন্টারনেটের জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং, ট্রাই দ্বারা চূড়ান্ত করা নিয়মগুলির সঙ্গে, আগামী বছরের জানুয়ারির মধ্যে দেশজুড়ে স্যাটেলাইট ইন্টারনেটের পরিষেবা শুরু হতে পারে, এমনটা আশা করছেন অনেকেই।
স্টারলিংক, বিএসএনএলের মতো একাধিক সংস্থা ভারতে স্যাটেলাইট ইন্টারনেট শুরু করা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
এই বছর টেলিকম শিল্পে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। যা প্রত্যক্ষ এবং পরোক্ষ দু’ভাবেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা বলা যেতে পারে রিচার্জের দাম বৃদ্ধি। তবে নতুন পরিষেবাও পাচ্ছে গ্রাহকরা। স্প্যাম কল ও মেসেজ নিয়ন্ত্রণের সুবিধা এসেছে। পাশাপাশি শীঘ্রই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।