সীমাহীন 5G ইন্টারনেট ডেটার সাথে Jio-র সবচেয়ে সস্তা তিন রিচার্জ প্ল্যান, দাম 500 টাকার কম

আপনি যদি সবচেয়ে কম দামে Jio-র আনলিমিটেড 5G ইন্টারনেট ডেটার সুবিধা পেতে চান তবে ৫০০ টাকার কমে তিনটি প্ল্যান রিচার্জ করতে পারেন।

PUJA 16 Aug 2024 9:26 AM IST

Reliance Jio তাদের নির্বাচিত রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটার সুবিধা দিয়ে থাকে। তাই আপনি যদি সবচেয়ে কম দামে আনলিমিটেড 5G ইন্টারনেট ডেটার সুবিধা পেতে চান তবে ৫০০ টাকার কমে তিনটি প্ল্যান রিচার্জ করতে পারেন। এই প্রতিবেদনে আমরা জিও-র এই তিনটি প্রিপেড রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানাবো।

৩৪৯ টাকার Jio রিচার্জ প্ল্যান

জিও-র সবচেয়ে সস্তা আনলিমিটেড 5G ডেটা প্ল্যানের মূল্য ৩৪৯ টাকা এবং এটি 4G ব্যবহারকারীদের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা দেবে। এটি ২৮ দিনের বৈধতা সহ সমস্ত নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা দেয়। এছাড়াও বিভিন্ন জিও অ্যাপ ব্যবহার করা যাবে।

৩৯৯ টাকার Jio রিচার্জ প্ল্যান

জিও-র 4G গ্রাহকরা এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। আবার আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা উপভোগ করা যাবে। এছাড়া এই প্ল্যান রিচার্জে জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমা অ্যাপ ব্যবহার করা যাবে।

Jio রিচার্জ প্ল্যান ৪৪৯ টাকা

এখানে 4G ব্যবহারকারীদের ২৮ দিনের বৈধতা সহ প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। আর সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস মেলে। এছাড়া জিও-র এই প্ল‌্যান রিচার্জ করলে জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমার অ্যাক্সেসও পাওয়া যায়।

উপরের তিনটি প্ল্যানের সাথে সীমাহীন 5G ইন্টারনেট ডেটা উপভোগ করা যাবে। তবে এরজন্য আপনার এলাকায় 5G নেটওয়ার্ক উপলব্ধ থাকা দরকার। আর 5G স্মার্টফোনও থাকতে হবে।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms