Recharge Plan: দাম বাড়েনি Jio-র এই রিচার্জ প্ল্যানগুলির, অবশ্যই পুরো লিস্ট দেখে নিন

গত ৩ জুলাই নতুন প্রিপেড প্ল্যান প্রকাশ করেছে রিলায়েন্স জিও। এর মধ্যে কিছু প্ল্যানের দাম বাড়ালেও বেশকিছু প্ল্যানের...
PUJA 5 July 2024 5:20 PM IST

গত ৩ জুলাই নতুন প্রিপেড প্ল্যান প্রকাশ করেছে রিলায়েন্স জিও। এর মধ্যে কিছু প্ল্যানের দাম বাড়ালেও বেশকিছু প্ল্যানের মূল্য এখনো অপরিবর্তিতই রয়ে গেছে। আর আজ এই প্রতিবেদনে আমরা জিওর সেই সমস্ত প্ল্যানগুলির তালিকা প্রকাশ করবো। তবে শুরুতে বলে রাখি, দাম বাড়ানো না হলেও এই প্ল্যানগুলির সুবিধায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

১৪৯ টাকার প্ল্যান

জিওর ১৪৯ টাকার প্ল্যানের দামের কোনো পরিবর্তন না করা হলেও, এর বৈধতা কমিয়ে ২০ দিন থেকে ১৪ দিন করা হয়েছে। আর এর সাথে দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস অফার করা হচ্ছে।

১৭৯ টাকার প্ল্যান

জিও-রএই প্ল্যানের আগে ভ্যালিডিটি ছিল ২৪ দিন, তবে বর্তমানে এর ভ্যালিডিটি ১৮ দিন। ভ্যালিডিটি পরিবর্তন করা হলেও এই প্ল্যানে আগের মতই প্রত্যেকদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যায়।

১৯৯ টাকার প্ল্যান

এই জিও প্ল্যানের ক্ষেত্রেও দামের কোনো পরিবর্তন করা হয়নি। আর, এতেও আগের মতোই প্রত্যেকদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস উপভোগ করার সুযোগ পাওয়া যাবে। তবে এর বৈধতা কমিয়ে ২৩ দিনের পরিবর্তে ১৮ দিন করে দেওয়া হয়েছে।

২০৯ টাকার প্ল্যান

জিও অনেক প্ল্যানেরই দাম পরিবর্তন না করে বৈধতা কমিয়ে দিয়েছে। ২০৯ টাকার প্ল্যানটিও এমনই একটি প্ল্যান, যার বৈধতা ২৮ দিন থেকে কমিয়ে ২২ দিন করে দেওয়া হয়েছে। তবে, এই প্ল্যানের সাথে আগের মতোই দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা এবং প্রত্যেক দিন ১০০টি এসএমএস পাওয়া যাবে।

২৩৯ টাকার প্ল্যান

২৩৯ টাকার প্ল্যানটি আগে ২৮ দিন পরিষেবা দিলেও বর্তমানে এটি কেবল ২২ দিনের পরিষেবা অফার করে। তবে, এই প্ল্যানটি আগের মতো দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস উপভোগ করার সুযোগ দেয়।

৬৬৬ টাকার প্ল্যান

জিওর একটি অত্যন্ত জনপ্রিয় রিচার্জ প্ল্যান হলো এই ৬৬৬ টাকার প্ল্যান। যার দাম বৃদ্ধি না করা হলেও, বৈধতা পরিবর্তন করে ৮৪ দিন থেকে ৭০ দিন করে দেওয়া হয়েছে। তবে তার মধ্যেও স্বস্তি এটাই যে, এই প্ল্যানে আগের মতই দৈনিক ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং সহ ১.৫ জিবি ডেটা উপভোগ করা যাবে।

৭১৯ টাকার প্ল্যান

৬৬৬ টাকার মতোই ৭১৯ টাকার জিও প্ল্যানটিও বেশ জনপ্রিয় একটি প্ল্যান, যা আগে ৮৪ দিনের পরিষেবা অফার করতো। তবে, বর্তমানে এই প্ল্যানটি ৭০ দিনের পরিষেবা, ২ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস অফার করে।

৭৪৯ টাকার প্ল্যান

৯০ দিনের মেয়াদ যদি বিশিষ্ট এই প্ল্যানটি আগে ২ জিবি দৈনিক ডেটা সহ মোট ২০ জিবি অতিরিক্ত ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস অফার করতো। আর শুল্ক বৃদ্ধির পর এই প্ল্যানের মেয়াদ কমিয়ে ৭২ দিন করে দেওয়া হলেও, এতে প্রদত্ত সুবিধাগুলির কোনো পরিবর্তন করা হয়নি।

জিওর ৪৯ টাকার ডেটা ভাউচার

জিও তার ৪৯ টাকা ডেটা ভাউচারেরও দামে কোনো পরিবর্তন করেনি। এই ভাউচারের মেয়াদ ১ দিন, আর এর সাথে ২৫ জিবি ডেটা অফার করা হয়। মনে রাখবেন, ডেটা কোটা শেষের পর ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, উপরিউক্ত প্ল্যানগুলো ছাড়াও জিওর পোর্টফোলিওতে আরো একাধিক প্ল্যান উপস্থিত। তাই বাকি প্ল্যান সম্পর্কে জানার জন্য জিওর অফিসিয়াল ওয়েবসাইট বা মাই জিও অ্যাপ দেখুন। আর, দৈনিক ২ জিবি ডেটা অফার করে এমন প্ল্যানগুলির সাথে জিওর আনলিমিটেড ৫জি অফার আগের মতোই অব্যাহত থাকবে।

Show Full Article
Next Story