BSNL New Plan

৪০০ টাকার কমে বিএসএনএল দিচ্ছে ১৫০ দিন ভ্যালিডিটি, এই রিচার্জ প্ল্যান সবচেয়ে সেরা

BSNL New Plan - আমরা যে বিএসএনএল রিচার্জ প্ল্যানের কথা বলছি তার মূল্য ৩৯৭ টাকা। এটি যেসব গ্রাহক কম দামে প্রিপেড প্ল্যান খোঁজ করছেন তাদের জন্য আদর্শ। কারণ ৪০০ টাকার কমের এই প্ল্যানে ১৫০ দিন ভ্যালিডিটি পাওয়া যায়।

Puja Mondal 4 Nov 2024 12:04 PM IST

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের সস্তা রিচার্জ প্ল্যানের মাধ্যমে জিও, এয়ারটেলদের মতো বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকে চাপে ফেলে দিচ্ছে। এর পাশাপাশি সরকার মালিকানাধীন টেলিকম অপারেটরটি ভারতের বিভিন্ন জায়গায় ৪জি নেটওয়ার্কের ট্রায়াল শুরু করেছে এবং আগামী বছরের শেষের দিকে দেশজুড়ে স্বদেশী ৫জি নেটওয়ার্ক লঞ্চ করবে বলে জানিয়েছে। যেখানে গত জুলাই ও আগস্ট মাসে প্রায় ৪০ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে বিএসএনএল। আর এই সমস্ত নতুন গ্রাহকদের জন্য আমরা কোম্পানিটির একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। এই রিচার্জ প্ল্যানে খুব কম খরচে ১৫০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

BSNL ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যান

আমরা যে বিএসএনএল রিচার্জ প্ল্যানের কথা বলছি তার মূল্য ৩৯৭ টাকা। এটি যেসব গ্রাহক কম দামে প্রিপেড প্ল্যান খোঁজ করছেন তাদের জন্য আদর্শ। কারণ ৪০০ টাকার কমের এই প্ল্যানে ১৫০ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এর পাশাপাশি আনলিমিটেড কলিং, দৈনিক ইন্টারনেট ডেটা ও এসএমএস এর সুবিধাও পাওয়া যায়। যারা সেকেন্ডারি সিমের জন্য সেরা প্ল্যান খোঁজ করছেন, তারা ৩৯৭ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন।

তবে মনে রাখতে হবে এখানে আনলিমিটেড কলিং, ডেটা ও এসএমএস বেনিফিট কেবল ৩০ দিনের জন্য পাওয়া যাবে। অর্থাৎ গ্রাহকরা ৩০ দিন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। এছাড়া রোজ ২‌ জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যাবে এবং এই ডেটা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে হবে ৪০ কেবিপিএস। আবার প্রথম একমাস প্রতিদিন ১০০ এসএমএস পাঠানোর সুবিধা রয়েছে।

এরপর আপনার কলিং সহ সমস্ত সুবিধা পাওয়ার জন্য বিএসএনএল এর টপআপ প্ল্যান রিচার্জ করতে হবে। যদিও পুরো ১৫০ দিন পর্যন্ত সিম চালু থাকবে। অর্থাৎ কল বা এসএমএস আসতে থাকবে। কোম্পানিটি ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা ও ৫০ টাকার টপআপ প্ল্যানে যথাক্রমে ৭.৪৭ টাকা, ১৪.৯৪ টাকা, ২২.৪২ টাকা ও ৩৯.৩৭ টাকা টকটাইম দেয়। এছাড়া ২২০ টাকা থেকে বিএসএনএল এর ফুল টকটাইম প্ল্যানও আছে।

Show Full Article
Next Story