Jio, Airtel, VI এবং BSNL গ্রাহকদের জন্য বড় স্বস্তি, আর আসবে না Spam কল ও SMS

Jio, Airtel, VI এবং BSNL- কে স্বস্তি দিতে চলেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। স্প্যাম কল রুখতে সরকারের DND অ্যাপে যোগ হতে চলেছে এআই বৈশিষ্ট্য

Suvrodeep Chakraborty 17 Dec 2024 10:28 PM IST

অবাঞ্ছিত কল এবং SMS প্রতিরোধ করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বানিয়েছে DND (ডু নট ডিস্টার্ব) অ্যাপ। স্প্যাম কল প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করতে এই অ্যাপে এআই ফিচার যোগ করতে চলেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। যা কিছুটা স্বস্তি দিতে পারে জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলকে।

ডু নট ডিস্টার্ব বা DND অ্যাপে যোগ হতে চলা এআই ফিচার ব্যবহারকারীদের তাদের ফোনে অবাঞ্ছিত বাণিজ্যিক কল এবং SMS ব্লক করতে সাহায্য করবে। সম্প্রতি ভুয়ো কল এবং SMS সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই ট্রাই-এর সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আগামী বছর থেকেই অ্যাপটি সর্বসাধারণের জন্য চালু হয়ে যাবে।

DND অ্যাপে নতুন এআই বৈশিষ্ট্যগুলিকে একীভূত করার প্রযুক্তিগত সম্ভাব্যতা মূল্যায়ন করার নির্দেশ দিয়েছে ট্রাই। এই অ্যাপের সঙ্গে জড়িত স্টেকহোল্ডারদের নির্দেশটি দেওয়া হয়েছে। মূল্যায়ন করার দু’মাস পর অ্যাপটি নতুন আপডেট ছাড়া হবে। উল্লেখ্য, টেলিকম সংস্থাগুলির দ্বারা এআই স্প্যাম ফিল্টার চালু হওয়ার পর, প্রায় ৮০০টি জায়গা থেকে ১৮ লাখের বেশি মোবাইল নম্বর ব্লক করা হয়েছে।

জিও, এয়ারটেল, ভিআই ইতিমধ্যে এআই ফিল্টারগুলি প্রয়োগ করা শুরু করেছে। ট্রাই-এর মতে, নতুন বৈশিষ্ট্যটি ব্যবহারকারীর স্তরে প্রসারিত করা অপরিহার্য। তাই DND অ্যাপ আপগ্রেড করা প্রয়োজন। নতুন অ্যাপে ব্যবহারকারীরা তাদের পছন্দগুলি কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া স্প্যাম কল রিপোর্ট করা যাবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথম আনা হয় DND অ্যাপ। উদ্দেশ্যে, ভুয়ো এবং প্রতারনামূলক কল ও SMS থেকে গ্রাহকদের রক্ষা করা। ইতিমধ্যে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ কার্যকর করা হয়েছে। বাড়তে থাকা স্প্যাম কল প্রতিরোধ করতে, অ্যাপে নতুন এআই বৈশিষ্ট্যের প্রয়োজন আছে বলে মনে করছে ট্রাই।

Show Full Article
Next Story