এই ফোন এলে রিসিভ নয়! বিএসএনএল, জিও, এয়ারটেল ও ভিআইয়ের ইউজারদের সাবধান করল TRAI
BSNL Jio Vi Airtel Users Phone Call Scam - জানুয়ারি থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত ডিজিটাল অ্যারেস্টের কারণে ভারত প্রায় ১২০.৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ২৭ অক্টোবর মন কি বাত-এর ১১৫ তম পর্বের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তথ্যটি উপস্থাপন করেন। যেখানে তিনি সাইবার অপরাধ সংক্রান্ত ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেন।
যত দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার আক্রমণের ঘটনা। মোবাইল ব্যবহারকারীদের প্রতারিত করতে বিভিন্ন কৌশল খুঁজে বার করছে তারা। কিছু ক্ষেত্রে, বিদ্যুৎ বা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি, আবার কোনও সময় ব্ল্যাকমেইল করে আর্থিক প্রতারণা করা হচ্ছে। এই ভাবে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার জালিয়াতরা।
সম্প্রতি সেরকমই একটি প্রতারণা নিয়ে জিও, এয়ারটেল, ভিআই ও বিএসএনএল গ্রাহকদের জন্য সতর্কতা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। এই প্রতারণায়, ফোন করে ব্যবহারকারীকে বলা হচ্ছে যে তাদের মোবাইল পরিষেবা ট্রাই দ্বারা বিচ্ছিন্ন করা হবে। এই ভাবে ভয় দেখিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মোবাইল ব্যবহারকারীদের থেকে। তাই এই সম্পর্কে সতর্কতা জারি করে ট্রাই জানিয়েছে, কোনও সন্দেহজনক ফোন এলে তা সঞ্চার সাথী পোর্টালে রিপোর্ট করা উচিত।
দেশজুড়ে বাড়ছে ডিজিটাল অ্যারেস্ট
সরকারের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত ডিজিটাল অ্যারেস্টের কারণে ভারত প্রায় ১২০.৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ২৭ অক্টোবর মন কি বাত-এর ১১৫ তম পর্বের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তথ্যটি উপস্থাপন করেন। যেখানে তিনি সাইবার অপরাধ সংক্রান্ত ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে, আবার ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের (NCRP) রিপোর্ট বলছে, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে প্রায় ৭.৪ লক্ষ সাইবার ক্রাইম অভিযোগ পাওয়া গিয়েছে। ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ১৫.৫৬ লক্ষ, ২০২২ সালে ৯.৬৬ লক্ষ এবং ২০২১ সালে ৪.৫২ লক্ষ। ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এর সিইও রাজেশ কুমার উল্লেখ করেছেন, ট্রেডিং স্ক্যাম থেকে ১৪২০.৪৮ কোটি টাকা, বিনিয়োগ কেলেঙ্কারী থেকে ২২২.৫৮ কোটি টাকা এবং রোম্যান্স/ডেটিং প্রতারণা থেকে ১৩.২৩ কোটি টাকা হাটিয়েছে অপরাধীরা।
BSNL Jio Vi Airtel Users Phone Call Scam - জানুয়ারি থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত ডিজিটাল অ্যারেস্টের কারণে ভারত প্রায় ১২০.৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ২৭ অক্টোবর মন কি বাত-এর ১১৫ তম পর্বের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তথ্যটি উপস্থাপন করেন। যেখানে তিনি সাইবার অপরাধ সংক্রান্ত ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেন।