ট্রাই-র নয়া OTP শনাক্তকরণ নিয়ম কার্যকর হবে এই তারিখ থেকে, উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ

স্প্যাম মেসেজ প্রতিরোধ করার জন্য OTP শনাক্তকরণ প্রক্রিয়া লাগু করল টেলিকম দফতর। জিও, এয়ারটেল, ভিএই-সহ সকল টেলিকম সংস্থাকে মেনে চলতে বলা হয়েছে এই নিয়ম।

Puja Mondal 2 Dec 2024 1:31 PM IST

ডিজিটাল জমানায় মানুষের এখন সবথেকে ভয় সাইবার প্রতারণা। অবাঞ্চিত মেসেজ, স্প্যাম কলে বিরক্ত হয়ে উঠেছে স্মার্টফোন ব্যবহারকারীরা। তা রুখতে ১ ডিসেম্বর থেকে OTP শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল টেলিকম দফতর। তবে এদিন জিও, এয়ারটেল, ভিএই-সহ সকল টেলিকম অপারেটরকে নিয়মটি কার্যকর করার জন্য আরও ১০ দিন সময় দেওয়া হল।

এই OTP শনাক্তকরণ নিয়ম কী?

এই নিয়মের অধীনে, কোন সোর্স থেকে মোবাইল ব্যবহারকারীদের ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP পাঠানো হচ্ছে তা এবার শনাক্ত করা হবে। সাইবার জালিয়াতির বিরুদ্ধে মোকাবিলা করার জন্য টেলিকম সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ট্রাই-এর মতে, এই পদক্ষেপটি ভুয়ো মেসেজ রুখতে এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভুয়ো মেসেজ শনাক্তকরণ

এই নিয়মটি মোবাইল ব্যবহারকারীদের স্প্যাম মেসেজের ফাঁদে পড়া থেকে আটকাবে। বস্তুত, ব্যাঙ্কিং-সম্পর্কিত এবং প্রচারমূলক টেলিমার্কেটিং মেসেজগুলিকে শ্রেণীবদ্ধ করার কাজ করবে এই সিস্টেম। সম্ভাব্য প্রতারণা সম্পর্কে ব্যবহারকারীদের আগে থেকে সতর্ক করতে পারে টেলিকম অপারেটর।

ট্রাই-এর তরফে ব্যবহারকারীদের আশ্বস্ত করা হয়েছে যে, এই নিয়মের প্রয়োগের ফলে OTP আসতে দেরি হবে না। ব্যাঙ্কের হোক বা অন্য কোনও পরিষেবা আগের মতোই সময় মতো OTP পাবেন ব্যবহারকারীরা।

প্রসঙ্গত, এই নিয়ম কার্যকর করার জন্য টেলিকম সংস্থাগুলিকে ৩১ অক্টোবর, ২০২৪ সময়সীমা বেঁধে দিয়েছিল ট্রাই। তারপর টেলিকম সংস্থাগুলির অনুরোধে, এই তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। গতকাল অর্থাৎ ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হওয়ার কথা ছিল ট্রাই-এর নতুন OTP শনাক্তকরণ নিয়মের। তবে সম্প্রতি সেই তারিখ পিছিয়ে ১০ ডিসেম্বর করা হল।

সাইবার জালিয়াতি এবং অপ্রয়োজনীয় মেসেজগুলির ক্রমবর্ধমান ঘটনাগুলির সঙ্গে মোকাবিলা করতে এই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি। তাদের আশা, এর ফলে লক্ষ লক্ষ স্মার্টফোন ব্যবহারকারীরা উপকৃত হবেন। যাদের দৈনন্দিন কাজের জন্য বেশিরভাগ স্মার্টফোনের উপর নির্ভর থাকতে হয়।

Show Full Article
Next Story