TRAI OTP traceability Date Extended

১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে না ট্রাই এর নয়া নিয়ম, স্বস্তিতে জিও, এয়ারটেল, ভিআই ও বিএসএনএল গ্রাহকরা

TRAI OTP traceability Date - টেলিকম অপারেটররা জানিয়েছে যে, ১ নভেম্বরের মধ্যে ট্রাই এর নয়া নিয়ম কার্যকর করা সম্ভব নয়। তড়িঘড়ি এই নিয়ম কার্যকর করা হলে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রভাবিত হবে।

Puja Mondal 30 Oct 2024 2:05 PM IST

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই মেসেজ ট্রেসেবিলিটি ফিচার কার্যকর করার তারিখ ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর, ২০২৪ করল। ট্রাই এর নয়া নিয়মে এবার থেকে ব্যাঙ্ক ও টেলি মার্কেটিংয়ের মেসেজ ট্র্যাক করার নির্দেশ দেওয়া হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। এরফলে গ্রাহকদের কাছে ভুয়ো মেসেজ পাঠানোর চেষ্টা করলে তা টেলিকম সংস্থাগুলি মেসেজ ট্রেসেবিলিটি ফিচারের মাধ্যমে ব্লক করবে।

তবে টেলিকম অপারেটররা জানিয়েছে যে, ১ নভেম্বরের মধ্যে ট্রাই এর নয়া নিয়ম কার্যকর করা সম্ভব নয়। তড়িঘড়ি এই নিয়ম কার্যকর করা হলে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রভাবিত হবে। কারণ অনেক প্রতিষ্ঠান এখনও প্রস্তুতি নিয়ে উঠতে পারেনি। এমনকি ব্যাঙ্কের ওটিপি (OTP) আসাও বন্ধ হয়ে যেতে পারে বলে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল আশঙ্কা প্রকাশ করে।

যেকারণে ট্রাই আজ বলেছে, ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর থেকে ভুয়ো মেসেজ ব্লক করা হবে। উল্লেখ্য, দৈনিক ১.৫ বিলিয়ন থেকে ১.৭ বিলিয়ন বাণিজ্যিক মেসেজ বিভিন্ন টেলিকম অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের কাছে পাঠানো হয়‌। এরমধ্যে অনেক মেসেজের মধ্যে থাকা শব্দ বা ইউআরএল জালিয়াতি করার জন্য পাঠানো হয়। যেকারণে ট্রাই একটি সহজ ফরম্যাট ব্যবহার করে স্প্যাম মেসেজ ব্লক করার নির্দেশ দিয়েছে টেলিকম সংস্থাগুলিকে।

নয়া নিয়ম কার্যকর হলে গ্রাহকদের ফোনে স্প্যাম মেসেজ আসার পরিমাণ অনেক কমে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। কারণ কোনো মেসেজ আসার আগে ট্রেসেবিলিটি ফিচারের মাধ্যমে চেক করা হবে। ফলে ভুয়ো মেসেজগুলি সহজে সনাক্ত করা যাবে। উল্লেখ্য, ফোন কল ও মেসেজের মাধ্যমে ভারতে জালিয়াতির সংখ্যা দিন কে দিন বাড়ছে। তাই ট্রাই এর নয়া নিয়ম এই সংখ্যায় লাগাম টানতে পারবে কিনা তা সময়ই বলবে।

Show Full Article
Next Story