নতুন বছরের উপহার দিল TRAI, নেটের জন্য লাগবে না এক পয়সা, আসছে 10 টাকার টপ-আপ ও ভয়েস অনলি প্ল্যান

দামি রিচার্জের ঠেলায় হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সেই বোঝা কমাতে ট্যারিফ নিয়মে বদল করতে চলেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা ট্রাই। নয়া নিয়ম বাস্তবায়ন হলে 10 টাকার রিচার্জ আনতে পারে সংস্থাগুলি।

Suvrodeep Chakraborty 26 Dec 2024 6:27 PM IST

120 কোটি মোবাইল ব্যবহারকারীকে নতুন বছরের উপহার দিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। মোবাইল ট্যারিফ সংশোধন করতে পারে ট্রাই। এই নিয়ম বাস্তবায়িত হলে, 10 টাকার রিচার্জ প্ল্যান এবং ডুয়াল সিম ব্যবহারকারীদের জন্য ‘ভয়েস অনলি’ 365 দিন ভ্যালিডিটি-সহ রিচার্জ প্ল্যান আনতে পারে টেলিকম সংস্থাগুলি। এবার ইন্টারনেটের জন্য এক টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের।

ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য থাকবে আলাদা প্ল্যান

ভয়েস এবং SMS পরিষেবার জন্য স্বতন্ত্র বিশেষ ট্যারিফ ভাউচার (STVs) নিয়ম বাধ্যতামূলক করেছে ট্রাই। এই পদক্ষেপের লক্ষ্য হল, 2G ফিচার ফোন ব্যবহারকারীদের সাহায্য করা। যার মধ্যে মূলত বেশি রয়েছে বয়স্ক ব্যক্তি এবং গ্রামীণ এলাকাযর বাসিন্দারা। তাদের প্রয়োজন অনুসারে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান আনা হবে বলে জানিয়েছে ট্রাই।

বাড়বে ভ্যালিডিটি

ব্যবহারকারীদের সুবিধার্থে STV-এর বৈধতা বর্তমান 90 দিন থেকে বাড়িয়ে 365 দিন করেছে ট্রাই। নিয়মে এই উল্লেখযোগ্য সংশোধনী নিশ্চিত করে যাতে ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদী ক্রয়ক্ষমতা এবং সুবিধা উপভোগ করতে পারেন। বর্তমানে, বেশি টাকার রিচার্জ করেও কম ভ্যালিডিটি পাওয়া যায়। কারণ তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে ইন্টারনেটের খরচ এবং অন্যান্য সুবিধা (যেমন OTT সাবস্ক্রিপশন)। এই সমস্ত সুবিধা অনেক গ্রাহকদের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠে। তাই না চেয়েও বেশি টাকা খরচ করতে হয়।

10 টাকার টপ-আপ রিচার্জ

কমপক্ষে একটি 10 টাকার টপ-আপ রিচার্জের জন্য প্রয়োজনীয়তা বজায় রেখেছে ট্রাই। কিন্তু শুধুমাত্র টপ-আপ উদ্দেশ্যে 10 টাকা মূল্য সংরক্ষিত করার, আগের সীমাবদ্ধতা বাতিল করেছে সংস্থাটি। টেলিকম কোম্পানিগুলোর কাছে এখন বিভিন্ন মূল্যের অন্যান্য টপ-আপ ভাউচার ইস্যু করার স্বাধীনতা রয়েছে।

Show Full Article
Next Story