খারাপ খবর, আর মিলবেনা আনলিমিটেড 5G ডেটা, Jio, Airtel-কে কড়া বার্তা দিচ্ছে TRAI

গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে 5G লঞ্চ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় (পড়ুন ৩,০০০টিরও বেশি শহরে) এই...
Anwesha Nandi 2 May 2023 2:20 PM IST

গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে 5G লঞ্চ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় (পড়ুন ৩,০০০টিরও বেশি শহরে) এই হাই-স্পিড নেটওয়ার্ক উপলব্ধ করেছে Reliance Jio, Bharti Airtel। আর সেই থেকে এখনও অবধি এই দুই সংস্থার গ্রাহকরা বিনা খরচে আনলিমিটেড হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারছেন। মূল্যবৃদ্ধির জমানায় নিঃসন্দেহে কিন্তু খুব শীঘ্রই এই সুখের সময়ে ভাঁটা পড়তে চলেছে বলে মনে হচ্ছে! কারণ শোনা যাচ্ছে যে, এবার টেলিকম নিয়ন্ত্রক দুই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরকে তাদের বিদ্যমান ট্যারিফ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা বন্ধ করার জন্য নির্দেশ দিতে পারে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, Vodafone Idea, তার দুই প্রতিদ্বন্দ্বী Jio ও Airtel-এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, আর তার প্রেক্ষিতেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ওরফে TRAI এই বড়সড় পদক্ষেপটি নেওয়ার কথা ভাবছে।

এখনও চালু হয়নি Vodafone Idea- 5G পরিষেবা

ছয় মাসেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু দেশের অন্যান্য দুটি প্রধান টেলিকম সংস্থার মত এখনও পর্যন্ত ৫জি নেটওয়ার্ক চালু করে উঠতে পারেনি ভোডাফোন আইডিয়া তথা ভিআই (Vi)। এই সব নানা কারণে গ্রাহকদের মধ্যে ভোডাফোন আইডিয়াকে নিয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু এবার এই অপারেটরই অন্য দুই সংস্থার দিকে আঙুল তুলেছে – তাদের মতে, বাজারের অনেকটা অংশ (পড়ুন ৩০% মার্কেট শেয়ার) জিও-এয়ারটেলের দখলে রয়েছে, অথচ তারা নামমাত্র খরচে ৫জি পরিষেবা অফার করছে। শীর্ষস্থানীয় দুই টেলকোর বিদ্যমান ৪জি প্যাকে ৫জি পরিষেবা প্রদানের এই সিদ্ধান্তের কারণে টেলিকম শিল্পের শুল্ক ব্যবস্থায় প্রভাব পড়ছে বলে ভিআইয়ের অভিযোগ। সেক্ষেত্রে গোটা বিষয়টি পরীক্ষা করে ট্রাই, ভোডাফোন আইডিয়ার অভিযোগের সাথে একমত হতে পারেনি। নিয়ন্ত্রকের অভিমত এটাই যে, দুই সংস্থা 'প্রিডেটরি' প্রাইস অর্থাৎ কোনো প্রলুব্ধকর দামে রিচার্জের সুবিধা দিচ্ছেনা।

কিন্তু তা সত্ত্বেও তারা জিও, এয়ারটেলের আনলিমিটেড ৫জি ডেটা অফারের বিষয়টি বন্ধ করতে চায়। ট্রাইয়ের বক্তব্য অনুযায়ী, যেকোনো প্ল্যানের অংশ হিসাবে আনলিমিটেড ডেটা সরবরাহ করা (এমনকি ৫জি নেটওয়ার্কেও) ট্যারিফ প্রবিধানের ফেয়ার ইউসেজ পলিসি (FUP)-র বিরোধী। অতএব খুব শীঘ্রই তারা এই বিষয়ে একটি নতুন নির্দেশিকা জারি করতে পারে। আর এমনটা হলে ঠিক আগের মতই অপারেটররা ইউজার কর্তৃক ব্যবহৃত ট্যারিফ প্ল্যানে নির্দিষ্ট ডেটার খরচ (৫০%, ৯০% এবং ১০০%) সম্পর্কে সতর্কতা পাঠাতে বাধ্য হবে।

ব্রডব্যান্ড সেক্টরেও Jio, Airtel-কে নিয়ে চাপ সৃষ্টি হয়েছে

এদিকে সম্প্রতি টাটা প্লে (Tata Play) দেশের জনপ্রিয় স্বতন্ত্র ডিটিএইচ (DTH) অপারেটরও, জিও এবং এয়ারটেলের ব্রডব্যান্ড প্ল্যানে অদ্ভূত দামে লাইভ টিভি চ্যানেল অফার করা হচ্ছে – এই মর্মে অভিযোগ তুলেছে। যদিও এই বিষয়ে ট্রাইয়ের কোনো বক্তব্য নেই।

Show Full Article
Next Story
Share it