জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা BSNL ব্যবহার করেন? ১ নভেম্বর থেকে আসছে ট্রাইয়ের নতুন নিয়ম
TRAI New Rules - ট্রাই এর নতুন নিয়মে এবার থেকে মেসেজ চেক করা হবে। ১ নভেম্বর থেকে টেলিকম সংস্থাগুলি ভুয়ো এবং স্প্যাম মেসেজ ট্র্যাক করবে এবং যেগুলি ট্রেসেবিলিটি স্ট্যান্ডার্ড মেনে চলে না সেগুলি ব্লক করবে।
TRAI New Rules: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ভুয়ো এবং স্প্যাম কল বন্ধ করতে নতুন টেলিকম নিয়ম আনতে চলেছে। আগামী ১ নভেম্বর, ২০২৪ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল এবং বিএসএনএল এর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। ফলে ১ নভেম্বর থেকে গ্রাহকরা আরও নিরাপদে ফোন ব্যবহার করতে পারবেন।
মেসেজ বা এসএমএস ট্র্যাক করা হবে
ট্রাই এর নতুন নিয়মে এবার থেকে মেসেজ চেক করা হবে। ১ নভেম্বর থেকে টেলিকম সংস্থাগুলি ভুয়ো এবং স্প্যাম মেসেজ ট্র্যাক করবে এবং যেগুলি ট্রেসেবিলিটি স্ট্যান্ডার্ড মেনে চলে না সেগুলি ব্লক করবে। বিশেষ করে ট্র্যানজ্যাকশন এবং টেলিমার্কেটিং মেসেজের উৎস অনুসন্ধান করে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর আগে স্প্যাম বা প্রতারণামূলক মেসেজগুলি আটকে দেওয়া হবে।
টেলি মার্কেটিং ও ব্যাংক থেকে আসা মেসেজের জন্য সহজ ফরম্যাট বানানো হয়েছে
ট্রাই তাদের নতুন নিয়মে ব্যাংক, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে আসা মেসেজ সহজে সনাক্ত করার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করার নির্দেশ দিয়েছে। এরফলে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল এবার থেকে সহজেই টেলিমার্কেটিং ও ব্যাংকের তরফ থেকে কোনো স্প্যাম মেসেজ এলে তা ব্লক করতে পারবে।
ট্রাই এর নতুন নিয়ম এসেছিল আগস্ট মাসে
উল্লেখ্য, ট্রাই গত আগস্ট মাসে টেলিকম সংস্থাগুলিকে এই নতুন নিয়ম সম্পর্কে অবগত করেছিলে এবং ১ নভেম্বর কার্যকর করার কথা জানিয়েছিল। যদিও নয়া নিয়ম কার্যকর করতে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছে টেলিকম সংস্থাগুলি। তাদের দাবি, সমস্ত মেসেজ পর্যবেক্ষণ করার কারণে গ্রাহকদের ফোনে দ্রুত ওটিপি (OTP) পৌঁছে দেওয়া সম্ভব হবে না। তবে এর সমাধান হিসেবে ট্রাই সহজ ফরম্যাট অনুসরণের নির্দেশ দিয়েছে।
বর্তমানে স্প্যাম কল এবং মেসেজের মাধ্যমে প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে। তাই ট্রাইয়ের নতুন নিয়ম গ্রাহকদের স্বস্তি দিতে পারে। ফোনে ভুয়ো মেসেজ না এলে আর ঠকার সম্ভাবনা থাকবে না। ফলে ফোন ব্যবহার আরও নিরাপদ হয়ে উঠবে।
TRAI New Rules - ট্রাই এর নতুন নিয়মে এবার থেকে মেসেজ চেক করা হবে। ১ নভেম্বর থেকে টেলিকম সংস্থাগুলি ভুয়ো এবং স্প্যাম মেসেজ ট্র্যাক করবে এবং যেগুলি ট্রেসেবিলিটি স্ট্যান্ডার্ড মেনে চলে না সেগুলি ব্লক করবে।