গ্রাহকদের জন্য বড় স্বস্তি, ইন্টারনেট ছাড়া কেবল কলিং ও SMS রিচার্জ প্ল্যান আনছে Jio, Airtel, BSNL

ট্রাই মোবাইল অপারেটরদের এমন রিচার্জ প্ল্যান লঞ্চ করার নির্দেশ দিয়েছে, যেখানে কেবল ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এই ধরনের প্ল্যানগুলিতে ইন্টারনেট ডেটার সুবিধা থাকবে না।

Puja Mondal 24 Dec 2024 4:51 PM IST

ভারতীয় টেলিকম অপারেটররা এই মুহূর্তে সমস্ত রিচার্জ প্ল্যানের সাথে ইন্টারনেট ডেটা অফার করে। তবে সমস্ত গ্রাহকের মোবাইল ডেটার প্রয়োজন হয় না। ফলে দরকার না থাকলেও অযথা ব্যয়বহুল প্ল্যান রিচার্জ করতে হয়। এই কারণে এবার নড়েচড়ে বসেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। তারা মোবাইল অপারেটরদের এমন রিচার্জ প্ল্যান লঞ্চ করার নির্দেশ দিয়েছে, যেখানে কেবল ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এই ধরনের প্ল্যানগুলিতে ইন্টারনেট ডেটার সুবিধা থাকবে না।

ট্রাইয়ের নির্দেশ অনুসরণ করে, Jio, Airtel, Vi এবং BSNL এর মতো বড় টেলিকম সংস্থাগুলি এখন কেবল ভয়েস এবং এসএমএস পরিষেবা সহ এসটিভি (বিশেষ ট্যারিফ ভাউচার) লঞ্চ করার পরিকল্পনা করেছে। এরফলে সেইসব গ্রাহক স্বস্তির নিঃশ্বাস ফেলবে, যারা ইন্টারনেট ডেটা ব্যবহার না করলেও এতদিন বেশি খরচ করে প্ল্যান রিচার্জ করতে বাধ্য হতো।

এই ধরনের প্ল্যান বন্ধ করে দেওয়া হয়

টেলিকম সংস্থাগুলি তাদের মুনাফা বাড়ানোর জন্য ধীরে ধীরে ভয়েস এবং এসএমএস পরিষেবা যুক্ত প্ল্যানগুলি বন্ধ করে দিয়েছে এবং এখন সমস্ত প্ল্যানের সাথে ডেটা সুবিধা যুক্ত করেছে‌। এরফলে কেবল কলিং এবং মেসেজিং পরিষেবা ব্যবহারকারী গ্রাহকরা বেশি টাকা দিয়ে রিচার্জ করতে বাধ্য হচ্ছে। তবে শীঘ্রই পরিস্থিতি বদলাতে শুরু করবে। কারণ টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের চাহিদা অনুসারে ফের ভয়েস এবং এসএমএস পরিষেবা সহ প্ল্যান আনতে চলেছে।

ট্রাই এই বিষয়ে একটি কনসেন্ট পেপার কিছুদিন আগে রিলিজ করেছিল। যেখানে পুরানো ভয়েস এবং এসএমএস-কেবল প্যাকগুলি ফিরিয়ে আনার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছিল। যার উদ্দেশ্য ছিল টেলিকম সংস্থাগুলি যাতে গ্রাহকদের প্রয়োজন নেই এমন পরিষেবার জন্য অর্থ প্রদান করতে বাধ্য না করে তা নিশ্চিত করা। ট্রাইয়ের মতে, বাজারে এখন সমস্ত ট্যারিফ প্ল্যানগুলি ভয়েস, ডেটা, এসএমএস এবং ওটিটি পরিষেবার সাথে উপলব্ধ, যা অনেক ব্যবহারকারীর চাহিদা পূরণ করে না, কারণ অনেক ব্যবহারকারী কেবল ভয়েস এবং এসএমএস প্ল্যান চান।

Show Full Article
Next Story