জিও, এয়ারটেল, BSNL ও Vi গ্রাহকদের জন্য বড় খবর, কাল থেকে TRAI চালু করছে OTP ট্রেসেবিলিটি নিয়ম

ট্রাই 10 ডিসেম্বর 2024 অর্থাৎ আগামীকাল থেকে একটি নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। ট্রাইয়ের নতুন নিয়মের নাম ওটিপি ট্রেসেবিলিটি। এই নিয়ম কার্যকর হলে মোবাইলে আসা স্প্যাম মেসেজ আটকানো সম্ভব হবে।

Puja Mondal 9 Dec 2024 1:03 PM IST

জিও, এয়ারটেল, বিএসএনএল এবং Vi ব্যবহারকারীদের জন্য বড় খবর। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই 10 ডিসেম্বর 2024 অর্থাৎ আগামীকাল থেকে একটি নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। ট্রাইয়ের নতুন নিয়মের নাম ওটিপি ট্রেসেবিলিটি। এই নিয়ম কার্যকর হলে মোবাইলে আসা স্প্যাম মেসেজ আটকানো সম্ভব হবে। আগামী 1 ডিসেম্বর ট্রাই প্রথম এই নিয়ম লাগু করতে চেয়েছিলেন।

জিও, এয়ারটেল, বিএসএনএল এবং Vi এর পরীক্ষার সময়সীমা শেষ

টেলিকম সংস্থাগুলির দাবিতে, ট্রাই ওটিপি ট্রেসেবিলিটি প্রযুক্তি বাস্তবায়নের জন্য 10 দিন অতিরিক্ত সময় দিয়েছিল, যা আগামীকাল শেষ হবে। প্রথমে 31 অক্টোবর এই নিয়মের জন্য সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে 30 নভেম্বর করা হয়েছিল।

প্রযুক্তি বাস্তবায়নের নির্দেশ দিল ট্রাই

ট্রেসেবিলিটি সিস্টেমের অভাবে ওটিপি সম্পর্কিত বা অন্যান্য কমার্শিয়াল মেসেজগুলি এতদিন শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে স্ক্যামার এবং হ্যাকাররা ভুয়ো মেসেজ পাঠিয়ে মানুষের সাথে প্রতারণার করত। যেকারনে বিটিআরসি বিভিন্ন সংস্থাকে বাল্কে পাঠানো কমার্শিয়াল মেসেজের উৎস খুঁজে বের করতে প্রযুক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছে।

ওটিপি দেরিতে আসার বিষয়ে ট্রাই কি বলেছে

ট্রাইয়ের ওটিপি ট্রেসেবিলিটি নিয়য কার্যকর হওয়ার পর ভুয়ো এসএমএস, ভুয়ো কল সহজেই ট্র্যাক করা যাবে। এর আগে আশঙ্কা করা হচ্ছিল যে ট্রেসেবিলিটির নিয়ম কার্যকর হওয়ার কারণে ব্যাঙ্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য আসা ওটিটি মেসেছূ পৌঁছাতে দেরি হতে পারে, তবে পরে ট্রাই-এর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে নতুন নিয়ম কার্যকর হলেও ওটিপি আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

Show Full Article
Next Story