মোবাইল টাওয়ার বসানো নিয়ে ফের শুরু প্রতারণা! Jio, Airtel, Vi ও BSNL গ্রাহকেরা সাবধান

টেলিকম সংস্থা জিও, এয়ারটেল, ভিআই ও বিএসএনএল গ্রাহকদের সাবধান করা হল। ফের দেশজুড়ে সক্রিয় মোবাইল টাওয়ার প্রতারণা।

Suvrodeep Chakraborty 19 Nov 2024 11:49 AM IST

আবার সক্রিয় হল মোবাইল টাওয়ার প্রতারণা। ফাঁকা জমি, বাড়ির ছাদে টাওয়ার বসানোর ভান করে গ্রাহকদের আর্থিক জালিয়াতির ফাঁদে ফেলা হচ্ছে। এই মর্মে সম্প্রতি জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল গ্রাহকদের সাবধান করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI)। উক্ত টেলিকম সংস্থাগুলির ছদ্মবেশে গ্রাহকদের মোটা টাকা আয়ের টোপ দেওয়া হচ্ছে। তারপর রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ফি-এর নাম করে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা।

কী জানিয়েছে ট্রাই?

টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই ছাড়াও এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড বা ডিপা এবং সেলুলার অপারেটরস এসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই অপরাধীরা সংবাদপত্র এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে মোবাইল টাওয়ার বসানোর বিজ্ঞাপন দিতে শুরু করেছে। সেখানে দাবি করা হয়েছে, যারা জমি দেবেন তাদের অগ্রিম টাকা দেওয়া হবে, পাশাপাশি যেকোনও একজন ব্যক্তি স্থায়ী চাকরিও পাবেন।

সাধারণ মানুষকে ফাঁদে ফেলার জন্য ট্রাই এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট (DoT) এর নামে জাল অনাপত্তি শংসাপত্র (NOCs) প্রদান করছে প্রতারকরা।

আর ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে বলে দাবি করার আগে তারা ট্যাক্সের নামে টাকা আদায়ের চেষ্টা করছে। দুর্ভাগ্যক্রমে, অনেক মানুষ এই ফাঁদে পড়ে যাচ্ছেন এবং টাকার পাশাপাশি ব্যক্তিগত নথি হস্তান্তরও করে ফেলছে।

ট্রাই-এর পরামর্শ

টেলিকম নিয়ন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, যে ট্রাই বা টেলিকম বিভাগ কেউই এই ধরনের অনাপত্তি শংসাপত্র জারি করে না। সাধারণত টেলিযোগাযোগ বিভাগ এবং নিয়ন্ত্রক সংস্থা মোবাইল টাওয়ার বসানোর বিষয়ে সরাসরি ব্যক্তিদের সাথে যোগাযোগ করে না। ভারতে মোবাইল টাওয়ার স্থাপনের জন্য একমাত্র অনুমোদিত কোম্পানিগুলির মধ্যে রয়েছে - ইন্ডাস টাওয়ার্স, আমেরিকান টাওয়ার কর্পোরেশন, সামিট ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার , আসেন্ড টেলিকম এবং টাওয়ার ভিশন। মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে এই সংস্থাগুলিকেই পূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

Show Full Article
Next Story