অবশেষে Vi এর মুখে চওড়া হাসি, DoT এর থেকে পেল 755 কোটি টাকা
গত কয়েকবছর ধরে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে Vodafone Idea বা Vi -র। গ্রাহক হারানো থেকে শুরু করে ঋণের বোঝা বেড়ে...গত কয়েকবছর ধরে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে Vodafone Idea বা Vi -র। গ্রাহক হারানো থেকে শুরু করে ঋণের বোঝা বেড়ে যাওয়া, সংস্থাকে যথেষ্ট কোনঠাসা করে তুলেছে। তবে অবশেষে আজ Vi কিছুটা স্বস্তি পেয়েছে। আসলে অক্ষয় মুন্দ্রা (Akshaya Moondra) পরিচালিত এই টেলিকম সংস্থাটির কাছ থেকে ভারতের 'ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন' (DoT) হালফিলে স্পেকট্রাম ফি বাবদ কয়েক হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল। কিন্তু চূড়ান্ত হিসেবনিকেশ করার সময় Vi দেখে যে, তাদের কাছ থেকে ৭৫৫.৫২ কোটি টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে। যারপর টেলিকম সংস্থাটি 'টেলিকম ডিসপিউটস সেটেলমেন্ট অ্যান্ড আপিল ট্রাইব্যুনাল' (TDSAT) -এর সাথে যোগাযোগ করে টাকা ফেরতের জন্য আপিল করে। ফলস্বরূপ ভুল গণনা করার খেসারত হিসেবে DoT -কে Vi -এর লাইসেন্স ফি (LF) এবং স্পেকট্রাম ইউসেজ চার্জ (SUC) এর থেকে উল্লেখিত পরিমাণ টাকা বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে TDSAT।
DoT সম্প্রতি ভোডাফোন আইডিয়া -কে স্পেকট্রাম ফি হিসাবে মোট ৩,৯২৬.৩৪ কোটি টাকা জমা দিতে বলেছিল। টেলিকম অপারেটরটিও সেই মতো পুরো অর্থ প্রদান করে দিয়েছিল। কিন্তু পরে সংস্থাটি হিসেব করতে বসলে, DoT -এর গণনায় ত্রুটি খুঁজে পায়। যারপর নিয়ম মাফিক বাড়তি দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য TDSAT -এর কাছে আপিল করে। ভোডাফোন আইডিয়ার কর্মকর্তাদের মতে, স্পেকট্রাম লাইবিলিটির জন্য আসলে ৩,১৭০.৮২ টাকা দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ চেয়ে বসেছে ৩,৯২৬.৩৪ কোটি টাকা। ফলে হিসেব করলে দেখা যাচ্ছে, টেলিকমটি সংস্থাটি মোট ৭৫৫.৫২ কোটি টাকা ফেরত পাওয়ার দাবিদার।
কিছুদিন আগে ভোডাফোন আইডিয়া যাবতীয় প্রমাণাদির সাথে TDSAT -এর কাছে চূড়ান্ত হিসাবনিকেশের ফাইল জমা দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে, TDSAT জানিয়েছে যে DoT হিসেবে ভুল করেছে। ফলস্বরূপ টেলিকম বিভাগকে, ভোডাফোন আইডিয়া -এর লাইসেন্স ফি (LF) এবং স্পেকট্রাম ইউসেজ চার্জ (SUC) খরচের থেকে ৭৫৫.৫২ কোটি টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোডাফোন আইডিয়া বর্তমানে তহবিল সংগ্রহ সংক্রান্ত সমস্যায় জর্জরিত। তবে TDSAT -এর সাম্প্রতিক এই সিদ্ধান্ত হয়তো অবশেষে টেলিকম কর্মকর্তাদের মুখে হাসি ফোটাবে।
জানিয়ে রাখি, ২০১৮ সালের পর থেকে ভোডাফোন আইডিয়া একবারের জন্যও লাভের মুখ দেখেনি বললেই চলে। এমনকি ভোডাফোন আইডিয়ার সামগ্রিক গ্রাহক সংখ্যা এতটাই দ্রুততার সাথে হ্রাস পাচ্ছে যে, বর্তমানে সংস্থাটির সক্রিয় গ্রাহক সংখ্যা ২০০ মিলিয়ন বা ২০ কোটিতে নেমে গেছে। যেকারণে সংস্থাটি এই মুহূর্তে তহবিল সংগ্রহের চেষ্টা করছে। যদিও লাভের পরিসংখ্যান দেখে বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগে ইতস্তত করছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে আপাততভাবে অক্ষয় মুন্দ্রার টেলিকমটি তাদের ফাইবার অ্যাসেট এবং ইন-বিল্ডিং সলিউশন (IBS) বিক্রি করে অর্থ সংগ্রহে উদ্যত। এর মাধ্যমে প্রায় ১২,০০০ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা রাখছে ভিআই।