এক রিচার্জে ১৮০ দিন নিশ্চিন্ত, কলিং, ডেটা সহ BSNL ও Vodafone Idea-র সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। কারণ কেউ কম আবার কেউ বেশি ডেটার প্ল্যান খোঁজ করেন। আবার কারো পছন্দ স্বল্পমেয়াদি প্ল্যান,…
টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। কারণ কেউ কম আবার কেউ বেশি ডেটার প্ল্যান খোঁজ করেন। আবার কারো পছন্দ স্বল্পমেয়াদি প্ল্যান, তো অনেকে চায় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান। আপনি যদি সবার শেষ অপশনটি পছন্দ করেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Vodafone Idea বা VI এবং BSNL এর ৬ মাস অর্থাৎ ১৮০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যানের কথা বলবো।
Vodafone Idea -র ১৮০ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান
VI এর ১০৪৯ টাকার রিচার্জ প্ল্যান: ভোডাফোন-আইডিয়ার ১০৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৮০ দিন। এখানে পুরো ১৮০ দিন জুড়ে ১২ জিবি ডেটা এবং ১৮০০ এসএমএস সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেডে কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এই ১২ জিবি ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটার জন্য ৫০ পয়সা চার্জ দিতে হবে। এছাড়া আপনি চাইলে ডেটা প্যাক রিচার্জ করতে পারেন।
VI এর ১৭৪৯ টাকার প্ল্যান: ভোডাফোন-আইডিয়ার এই ১৭৪৯ টাকার প্ল্যানের বৈধতা ১৮০ দিন। এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।
Vodafone Idea-র তরফে এই প্ল্যানের সাথে ৪৫ দিনের জন্য ৩০ জিবি ডেটা দেওয়া হয়। আবার বিঞ্জ অল নাইট, ডেটা ডিলাইট এবং সপ্তাহান্তে ডেটা রোলওভারের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
BSNL এর ১৮০ দিনের প্রিপেড রিচার্জ প্ল্যান
BSNL এর ৮৯৭ টাকার প্ল্যান: বিএসএনএল এর এই প্ল্যানের ভ্যালিডিটিও ১৮০ দিন। এখানে আনলিমিটেড কলিং সহ আনলিমিটেড ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। আবার এখানে ৯০ জিবি মোট ডেটা পাওয়া যাবে। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।
টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। কারণ কেউ কম আবার কেউ বেশি ডেটার প্ল্যান খোঁজ করেন। আবার কারো পছন্দ স্বল্পমেয়াদি প্ল্যান,…