লাক্ষাদ্বীপে 4G নেটওয়ার্ক লঞ্চ করল Vodafone Idea, উপকৃত হবে ছাত্রছাত্রী থেকে ভ্রমণকারীরা

Lakshadweep Vi Gigenet - লাক্ষাদ্বীপে ভিআই গিগানেট লঞ্চ হওয়ার ফলে গ্রাহকরা উন্নত কানেক্টিভিটি ও দ্রুত ইন্টারনেটের সুবিধা পাবে। এছাড়া এখানে যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটবে, দ্রুত স্থানীয় ব্যবসা ও ছাত্রছাত্রীদের ক্ষমতায়ন ঘটবে এবং মানুষ বেশি পরিমাণ ডিজিটাল পরিষেবা গ্রহণ করবে।

Admin Techgup 8 Nov 2024 8:45 PM IST

Vodafone Idea অর্থাৎ Vi লাক্ষাদ্বীপে এবার 4G নেটওয়ার্ক পৌঁছে দিল। এরফলে সেখানকার বসবাসকারীরা, ব্যবসায়ীরা এবং সেখানে ভ্রমণ করতে যাওয়া মানুষরা উন্নত নেটওয়ার্ক কানেক্টিভিটি পাবে। ভোডাফোন আইডিয়ার তরফে বলা হয়েছে যে, লাক্ষাদ্বীপের বড় দুই অঞ্চল অর্থাৎ আগাত্তী ও কাভারত্তির ২০,০০০ এর বেশি বসবাসকারী ও ভ্রমণ পিপাসু মানুষ সংস্থার 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। এরজন্য তারা ৯০০০ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টজ, ২১০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড ব্যবহার করেছে।

Vi 4G নেটওয়ার্ক এখন লাক্ষাদ্বীপে

ভোডাফোন আইডিয়ার তরফে বলা হয়েছে যে, তারা সারা ভারতে উন্নত নেটওয়ার্ক কানেক্টিভিটি অফার করার পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসেবে তিনটি ব্যান্ডের উপর ভিত্তি করে লাক্ষাদ্বীপে Vi GIGAnet লঞ্চ করেছে। সংস্থার কেরালা ও তামিলনাড়ুর ব্যবসায়ীক প্রধান আর এস শান্থারাম ভিআই গ্রাহকদের লাক্ষাদ্বীপে ভিআই ৪জি নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি বলেছেন -

"লাক্ষাদ্বীপে ভিআই গিগানেটের সূচনা আসলে সংস্থার পক্ষে প্রত্যন্ত অঞ্চলে ৪জি কভারেজ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লাক্ষাদ্বীপ এবং কেরালার মধ্যে সম্পর্ক ভৌগোলিক নৈকট্যের দ্বারা চিহ্নিত করা হয়, কারণ নিকটতম ভূখণ্ড হওয়ার সাথে সাথে কেরালা ও লাক্ষাদ্বীপের মধ্যে সাংস্কৃতিক মিল, অর্থনৈতিক আন্তঃনির্ভরশীলতা এবং প্রশাসনিক সম্পর্ক রয়েছে। লাক্ষাদ্বীপে ভিআই জিগানেটের সূচনা কেবল যোগাযোগই বাড়াবে না, শিক্ষা, ব্যবসা এবং বৃদ্ধির জন্য নতুন সুযোগও উন্মুক্ত করবে।"

ভোডাফোন আইডিয়ার তরফে বলা হয়েছে, লাক্ষাদ্বীপে ভিআই গিগানেট লঞ্চ হওয়ার ফলে গ্রাহকরা উন্নত কানেক্টিভিটি ও দ্রুত ইন্টারনেটের সুবিধা পাবে। এছাড়া এখানে যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটবে, দ্রুত স্থানীয় ব্যবসা ও ছাত্রছাত্রীদের ক্ষমতায়ন ঘটবে এবং মানুষ বেশি পরিমাণ ডিজিটাল পরিষেবা গ্রহণ করবে।

উল্লেখ্য, লাক্ষাদ্বীপ ভারত এবং বিদেশের পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানকার কিছু ছবি ভাইরাল হওয়ার পর এখানকার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।

Show Full Article
Next Story