অবশেষে সুখবর! এই দুই শহরে চালু হল Vodafone Idea 5G পরিষেবা

Airtel এবং Relaince Jio গত বছরে ভারতে 5G লঞ্চ করলেও Vodafone Idea এখনো পর্যন্ত তার গ্রাহকদের এই সুবিধা দিতে পারেনি। তবে,...
techgup 11 Nov 2023 1:58 PM IST

Airtel এবং Relaince Jio গত বছরে ভারতে 5G লঞ্চ করলেও Vodafone Idea এখনো পর্যন্ত তার গ্রাহকদের এই সুবিধা দিতে পারেনি। তবে, সম্প্রতি Vodafone Idea পুনে এবং দিল্লির কিছু নির্বাচিত স্থানে 5G লাইভ করেছে। এর ফলে আশা করা যায় যে, খুব শীঘ্রই সংস্থার ব্যবহারকারীরা 5G নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ তথ্যটি টেলকোটির ওয়েবসাইট থেকে জানা গেছে। যদিও, 5G রোলআউট প্রসঙ্গে এই টেলিকম সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পরিকল্পনা প্রকাশ করেনি।

Vodafone Idea চালু করল 5G

ভোডাফোন আইডিয়ার ওয়েবসাইটের ফুটার বিভাগে বলা হয়েছে, ''দিল্লি এবং পুনের নির্বাচিত কিছু স্থানে ৫জি লাইভ সহ ভারতে ভোডাফোন আইডিয়ার ৫জি নেটওয়ার্ক উপভোগ করার জন্য প্রস্তুত হন। গ্রাহকরা ভোডাফোন আইডিয়ার নিরবিচ্ছিন্ন ৫জি কানেকশন উপভোগ করুন।'' ওয়েবসাইট অনুসারে, ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীরা এবার ভিআই ৫জি সিমের সাথে আনলিমিটেড ৫জি নেটওয়ার্ক অভিজ্ঞতা পেতে পারেন।

আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান এবং ভোডাফোন আইডিয়ার অন্যতম সদস্য কুমার মঙ্গলাম বিরলা ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, দীর্ঘদিন ধরে ভোডাফোন আইডিয়া ৫জি নেটওয়ার্ক লঞ্চ করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে। আর আগামী ত্রৈমাসিকে ভোডাফোন আইডিয়া ৫জি নেটওয়ার্ক লঞ্চ করার জন্য এবং সারাদেশে ৪জি কভারেজ প্রসারিত করার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ করতে চলেছে।

IMC2023 ইভেন্টে Vi-এর বক্তব্য

সম্প্রতি, সংঘটিত হওয়া IMC2023 ইভেন্টে Vodafone Idea, 5G , ক্লাউড সহ Vi C-DOT IoT ল্যাব, স্মার্ট কানেক্টিভিটি টেস্ট বেডস,ক্লাউড প্লে, ভিআর গেমস, এক্সআর এডুটেক, CPaaS, Vi AirFiber, Vi Games-এর মত আরো অনেক প্রযুক্তির প্রদর্শন করেছে। উল্লেখ্য, Vi দ্বারা প্রদর্শিত এই প্রযুক্তিগুলির বেশিরভাগই 5G নেটওয়ার্ক এবং হাইস্পিড ইন্টারনেটের উপর নির্ভরশীল।

ভোডাফোন আইডিয়ার ওয়্যারলেস সাবস্ক্রাইবার বেস

ট্রাই অনুসারে ,২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত ভোডাফোনের ওয়্যারলেস ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২২৮.৩৩ মিলিয়ন। আর ২০২৩ এর তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগে পর্যন্ত Vodafone Idea-র ৪জি গ্রাহক সংখ্যা ছিল ১২৪.৭ মিলিয়ন, যার এআরপিইউ (গ্রাহক প্রতি গড় আয়) ছিল ১৪২ টাকা। সেখানে Airtel-এর এআরপিইউ ২০৩ টাকা।

Show Full Article
Next Story