গ্রাহকদের মন জয় করতে Vodafone Idea এখন একাধিক দুর্দান্ত প্ল্যান অফার করছে। তাই আপনি যদি এই টেলিকম সংস্থার গ্রাহক হন এবং কম দামে বেশি সুবিধার কোনো প্ল্যান চান, তাহলে বেশ কয়েকটি বিকল্প পাবেন। এই প্রতিবেদনে আমরা Vodafone Idea-র এমন দুটি প্ল্যান সম্পর্কে জানাবো, যেখানে কয়েকদিন অতিরিক্ত ভ্যালিডিটি সহ প্রতিদিন 3 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়।
Vodafone Idea-র 449 টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়ার 449 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অফারে এই প্ল্যানের সাথে 2 দিন এক্সট্রা ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। আবার ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যাবে। পাশাপাশি বিঞ্জ অল নাইটের বেনিফিটও আছে। এতে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাবেন।
আরও পড়ুন: বেশি ডেটা দরকার নেই? কলিং ও SMS এর জন্য Airtel ও Jio-র সবচেয়ে সেরা প্ল্যান এটাই
আবার Vodafone Idea-র এই প্ল্যানে রোজ 100টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা মেলে। এছাড়া এখানে উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের সুবিধাও দেওয়া হচ্ছে। ডেটা ডিলাইটস পরিষেবায় গ্রাহকরা প্রতি মাসে 2 জিবি পর্যন্ত ব্যাকআপ ডেটা পাবেন।
Vodafone Idea-র 745 টাকার প্ল্যান
Vi-এর 56 দিনের এই প্ল্যানের সাথে 4 দিন অতিরিক্ত ভ্যালিডিটি অফার করা হচ্ছে। এখানে প্রতিদিন 3 জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। আবার প্রত্যহ 100টি ফ্রি এসএমএস এবং সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এখানেও বিঞ্জ অল নাইটের বেনিফিট রয়েছে।