ছাড় সহ অতিরিক্ত ডেটা, মোবাইলে IPL দেখতে রিচার্জ করুন Vodafone Idea এর এই প্ল্যানগুলি

ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে একটি সুখবর। কারণ, দেশের অন্য দুই টেলিকম সংস্থার মতো Vodafone Idea (Vi)-ও IPL 2024-এর আগে...
techgup 23 March 2024 11:15 AM IST

ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে একটি সুখবর। কারণ, দেশের অন্য দুই টেলিকম সংস্থার মতো Vodafone Idea (Vi)-ও IPL 2024-এর আগে তাদের বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানে ফ্ল্যাট ডিসকাউন্ট অফার করছে৷ এছাড়াও, এই প্রিপেইড প্ল্যানগুলির মাধ্যমে গ্রাহকরা তাদের ফোনে সরাসরি JioCinema অ্যাপ থেকে ক্রিকেট খেলা দেখতে পারবে৷ শুধু তাই নয়, টেলকোটি ঘোষণা করেছে যে, তারা এই প্রিপেইড প্ল্যানগুলির সাথে অতিরিক্ত ডেটাও অফার করবে। আর এই অফার পাওয়া যাবে 21 মার্চ, 2024 থেকে 1 এপ্রিল, 2024 পর্যন্ত৷

IPL 2024-এর জন্য Vodafone Idea-র বিশেষ অফার

এখন ভোডাফোন আইডিয়ার 1449 টাকার প্ল্যানে দেওয়া হচ্ছে 50 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। আর এই প্ল্যানটি দৈনিক 1.5 জিবি ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং 180 দিনের জন্য প্রত্যেকদিন 100 টি SMS অফার করে। এছাড়াও, বর্তমানে, এই প্ল্যানের সাথে অতিরিক্ত 30 জিবি বোনাস ডেটাও অফার করা হচ্ছে।

Vi তাদের 3199 টাকার প্ল্যানের সাথে দিচ্ছে 100 টাকা ডিসকাউন্ট৷ এখানে ব্যবহারকারীরা দৈনিক 2GB ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং 365 দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন৷ আর অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হচ্ছে Amazon Prime Video Mobile Edition-এর 1 বছরের সাবস্ক্রিপশন এবং 50 জিবি বোনাস ডেটা।

এদিকে Vodafone Idea-র 699 টাকার প্ল্যানের সাথে দেওয়া হচ্ছে 50 টাকা ছাড়। আবার ব্যবহারকারীরা পেয়ে যাবেন 56 দিনের ভ্যালিডিটি সহ দৈনিক 3GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন 100 টি এসএমএস। তবে মনে রাখবেন এখানে কোনো অতিরিক্ত ডেটা অফার করা হয় না।

Vi তাদের 2899 টাকার এবং 3099 টাকার প্ল্যানগুলির সাথে 50 জিবি বোনাস ডেটা অফার করছে৷ আবার, 181 টাকার প্ল্যানে দিচ্ছে 50 শতাংশ অতিরিক্ত ডেটা।

এছাড়া, টেলকোটি তাদের 75 টাকার প্ল্যানের সাথে অফার করছে 25 শতাংশ অতিরিক্ত ডেটা। অর্থাৎ 6 জিবি ডেটার সাথে পাওয়া যাচ্ছে আরো 1.5 জিবি অতিরিক্ত ডেটা। তার ফলে ব্যবহারকারীরা এখানে পেয়ে যাবেন মোট 7.5 জিবি ডেটা।

আইপিএল উপলক্ষে Vodafone Idea-র 181 টাকার প্ল্যানেও পাওয়া যাবে 50 শতাংশ অতিরিক্ত ডেটা। অর্থাৎ অফারের অধীনে 30 দিন 1 জিবি দৈনিক ডেটার পরিবর্তে পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি ডেটা।

তবে মনে রাখবেন যে, গ্রাহকরা শুধুমাত্র Vi মোবাইল অ্যাপ দিয়ে রিচার্জ করলে তবেই এই ডিসকাউন্ট এবং সুবিধাগুলি উপভোগ করতে পারবেন।

Show Full Article
Next Story