Vi হয়ে যাবে সরকারি টেলিকম কোম্পানি, কেন্দ্রের হাতে আসছে সবচেয়ে বেশি শেয়ার

স্পেকট্রাম ইউসেজ চার্জ এবং AGR -বাবদ (Adjusted Gross Revenue) কাঁধে চেপে থাকা বকেয়া ১৬,১৩০ কোটি টাকা মেটাতে অসমর্থ হওয়ায় এবার, কেন্দ্রীয় সরকারের হাতে কোম্পানির ৩৩…

স্পেকট্রাম ইউসেজ চার্জ এবং AGR -বাবদ (Adjusted Gross Revenue) কাঁধে চেপে থাকা বকেয়া ১৬,১৩০ কোটি টাকা মেটাতে অসমর্থ হওয়ায় এবার, কেন্দ্রীয় সরকারের হাতে কোম্পানির ৩৩ শতাংশ ইক্যুইটি তুলে দিচ্ছে প্রাইভেট Vi (Vodafone Idea Ltd.) গোষ্ঠী। ফলে এককভাবে, Vi -এর সর্বাধিক পরিমাণ ইক্যুইটির অধিকারী হতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা অনেকখানি প্রত্যাশিত ছিল। এবার টেলিকম দপ্তরের সম্মতিক্রমে রিলিফ প্যাকেজ অনুযায়ী লেনদেন সম্পন্ন হলেই, ভোডাফোন আইডিয়ার (Vi) সর্বোচ্চ পরিমাণ ইক্যুইটি কেন্দ্রের হাতে চলে যাবে।

উল্লেখ্য, জানুয়ারি মাস থেকেই উক্ত সমগ্র প্রক্রিয়াটি কেন্দ্রের সিদ্ধান্তের উপরে ঝুলে ছিল। এই মুহূর্তে Vi -এর তহবিল সংগ্রহের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আমাদের ধারণা। কারণ এর মাধ্যমে আলোচ্য সংস্থা বিনিয়োগকারীদের থেকে, দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ১০,০০০ কোটি টাকা অর্থসাহায্য লাভে সমর্থ হবে। এছাড়া 4G নেটওয়ার্কের উন্নতি সাধন ও 5G রোলআউটের উদ্দেশ্যে Vi ব্যাঙ্কগুলির থেকে ঋণ হিসেবে আরও ১০,০০০ কোটি টাকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

কেন্দ্রের হাতে ৩৩ শতাংশ ইক্যুইটি হস্তান্তর করে আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পাবে Vi?

শুধুমাত্র ইক্যুইটি হস্তান্তরের দ্বারাই প্রাইভেট টেলিকম অপারেটর, ভোডাফোন আইডিয়া তাদের আর্থিক দৈন্যদশা থেকে মুক্তি পাবে তা মনে করলে কিন্তু ভুল হবে। কারণ কেন্দ্র ছাড়াও এই টেলকো বর্তমানে অপর আরও একাধিক সংস্থার কাছে ঋণী। এদের মধ্যে বিভিন্ন টাওয়ার কোম্পানি এবং নেটওয়ার্ক গিয়ার ভেন্ডর সহ বিভিন্ন সাপ্লায়ার সংস্থাও রয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে শুধু বাণিজ্যিক দেনা হিসেবে ভিআই গ্রুপকে প্রায় ১৫,০০০ কোটি টাকা পরিশোধ করতে হবে!

বদলে যাওয়া পরিস্থিতিতে কার হাতে কত শতাংশ ইক্যুইটি থাকবে জেনে নিন

এহেন পরিস্থিতিতে টেলিকম দপ্তরের সবুজ সংকেত মিললেই কেন্দ্রীয় সরকার, Vi -এর ৩৩ শতাংশ ইক্যুইটির মালিক হবে। তাছাড়া ভিআইয়ের প্রধান বিনিয়োগকারী ইউকে’র Vodafone Group Plc. ও দেশীয় আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে তখন যথাক্রমে ৩১.৮ এবং ১৮.৩ বা সম্মিলিতভাবে মোট ৫০.১ শতাংশ ইক্যুইটি অবশিষ্ট থাকবে।