Vodafone Idea: নেটওয়ার্ক বিস্তার করতে প্রতি ঘণ্টায় ১০০টি করে টাওয়ার বসাচ্ছে ভোডাফোন আইডিয়া

নেটওয়ার্ক পরিকাঠামো উন্নত করলেই তবেই আসবে গ্রাহক। এই মন্ত্রে বিশ্বাসী ভোডাফোন আইডিয়া প্রতি ঘণ্টায় ১০০টি করে টাওয়ার বসাচ্ছে দেশে। লক্ষ্য দ্রুত গতির ৪জি পরিষেবা দেওয়া।

Suvrodeep Chakraborty 25 Nov 2024 7:55 PM IST

নেটওয়ার্ক কভারেজ বিস্তার করতে প্রতি ঘণ্টায় ১০০টি টাওয়ার বসানো শুরু করেছে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া। সম্প্রতি ভারতের বৃহত্তম ফলো-অন-পাবলিক অফার বা এফপিও হাজির করেছে সংস্থা। এই এফপিও-এর মাধ্যমে বাজার থেকে ১৮,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে ভিআই (Vi)। এফপিও পর্ব শেষ হতেই দ্রুত নেটওয়ার্ক কভারেজ প্রসার করতে চাইছে সংস্থাটি। লক্ষ্য, গ্রাহকদের উন্নত ৪জি পরিষেবা দেওয়া।

গ্রাহকদের জন্য নেটওয়ার্ক অভিজ্ঞতা উন্নত করতে প্রথমবারের মতো একাধিক সার্কেলে ৯০০ মেগাহার্টজস্পেকট্রাম ব্যবহার করছে এই টেলকো। সংস্থার লক্ষ্য ২০২৫ অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে ৪জি জনসংখ্যার কভারেজ ১০৪৭ মিলিয়ন থেকে ১০৬৪ মিলিয়নে নিয়ে যাওয়া। গত ত্রৈমাসিকে ক্যাপএক্স বেড়েছে ৭.৬ বিলিয়ন টাকা থেকে ১৩.৬ বিলিয়ন। আগামী বছরের দ্বিতীয়ার্ধর মধ্যে এই অঙ্ক ৮০ বিলিয়নে নিয়ে যেতে চায় ভিআই।

৪জি পরিষেবা উন্নত করার পর ২০২৫ সালে ৫জি নেটওয়ার্ক লঞ্চ করার পরিকল্পনা সংস্থার। মিডিয়া রিপোর্ট বলছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বাজার থেকে আরও ঋণ নিতে পারে ভিআই। ইতিমধ্যে ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে টেলিকম সংস্থাটি। তবে বিশেষজ্ঞদের মতে, বাজারের পরিস্থিতি মূল্যায়ন করে তবেই ভোডাফোন আইডিয়াকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ব্যাঙ্কগুলি।

যদিও ঋণের ঠেলায় জর্জরিত সংস্থা। ভিআই-এর পরিকল্পনা, অপারেশন/পরিষেবাগুলির মাধ্যমে যে রাজস্ব আসবে তা ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হবে। আর বাকি টাকা পরিকাঠামো উন্নয়নের কাজে লাগানো হবে।

অন্যদিকে, ৫জি দৌড়ে বর্তমানে ভারতের দুটি সংস্থা একে অপরকে টক্কর দিচ্ছে - জিও এবং এয়ারটেল। ১ জানুয়ারি ২০২৫ থেকে ট্রাই-এর তরফে আনা হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে সংস্থাগুলিকে ৫জি পরিকাঠামোর বসানোর জন্য একটি নির্দিষ্ট খরচ বহন করতে হবে। বর্তমানে রাজ্য অনুযায়ী আলাদা রয়েছে এই খরচ। ট্রাই-এর সিদ্ধান্তে ৫জি পরিকাঠামোর কাজ আরও দ্রুত গতিতে এগোতে পারে বলে মনে করছে ব্যবসায়িক মহল।

Show Full Article
Next Story