180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা সহ কোনো প্ল্যান খোঁজ করে...
Julai Modal 24 Aug 2024 9:43 PM IST

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা সহ কোনো প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলে অনেক বিকল্প পেয়ে যাবেন। তবে এই প্রতিবেদনে আমরা জিও এবং ভোডাফোন-আইডিয়ার বিশেষ কিছু প্ল্যান সম্পর্কে জানাবো, যেখানে আপনি 30 জিবি পর্যন্ত বিনামূল্যে ডেটা পাবেন। আর এই প্ল্যানগুলি 180 দিন পর্যন্ত ভ্যালিডিটি দেবে। আসুন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

1749 টাকার Vodafone-Idea প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। এখানে আপনি প্রতিদিন 1.5 জিবি করে ইন্টারনেট ব্যবহারের জন্য পাবেন। আবার কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই আরও 30 জিবি ডেটা মিলবে। এছাড়া ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি বিঞ্জ অল নাইট বেনিফিট নিয়ে আসে। এখানে প্রতিদিন 100 টিফ্রি এসএমএস সহ, আপনি সারা দেশের সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কল করার সুবিধা পাওয়া যাবে। আর সংস্থাটি উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটও সরবরাহ করছে। ডেটা ডিলাইটসে ভোডাফোন আইডিয়া গ্রাহকদের প্রতি মাসে ২ জিবি করে ডেটা দেয়।

Jio-র 899 টাকার প্ল্যান

জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন। এতে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে কোম্পানি বিনামূল্যে 20 জিবি এক্সট্রা ডেটা দিচ্ছে। যোগ্য ব্যবহারকারীরা এখানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন। আবার এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে, যার সাথে প্রতিদিন 100টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Jio-র 749 টাকার প্ল্যান

জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি 72 দিন। এখানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যাবে। আর এখানে 20 জিবি ফ্রি ডেটাও পাওয়া যাবে। এই প্ল্যানে যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হচ্ছে। আনলিমিটেড কলিং সুবিধা সহ এই প্ল্যানে আপনি প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস পাবেন। এই প্ল্যানেও পাওয়া অতিরিক্ত সুবিধাগুলির মধ্যে রয়েছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস।

Show Full Article
Next Story