এক রিচার্জেই 180 দিন, Vodafone Idea লঞ্চ করল সস্তা প্ল্যান
টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) তাদের গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান লঞ্চ করল। সংস্থার এই প্ল্যানের দাম...টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) তাদের গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান লঞ্চ করল। সংস্থার এই প্ল্যানের দাম ৫৪৯ টাকা। এই প্রিপেইড প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য আনা হয়েছে, যারা ডেটার চেয়ে ভ্যালিডিটি নিয়ে বেশি চিন্তা করেন। Vodafone Idea-এর ৫৪৯ টাকার প্ল্যানে ১৮০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। একই সঙ্গে ইন্টারনেট ব্যবহারের জন্য ১ জিবি ডেটা দেওয়া হচ্ছে।
আবার ভোডাফোন-আইডিয়ার এই প্ল্যানে কল করার জন্য প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা খরচ করতে হবে। এছাড়া বিনামূল্যে কোনো এসএমএস-এর সুবিধা এখানে পাওয়া যাবে না। ইতিমধ্যেই ৫৪৯ টাকার প্ল্যানটি ভোডাফোন আইডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে।
১০ টাকার কম প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা
Vodafone Idea এর আগে ৫৩৯ টাকার হিরো আনলিমিটেড প্ল্যান এনেছিল। এখানে আপনি প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। ৫৬ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে অন্যান্য সুবিধাও রয়েছে।
যেমন এর সাথে বিঞ্জ অল নাইট এর সুবিধা মিলবে। এতে ব্যবহারকারীরা রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে সাপ্তাহিক ডেটা রোলওভারের সুবিধা। আর ভোডাফোন-আইডিয়ার এই প্ল্যানের সাথে আপনি Vi movies and TV অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।