Airtel এর পর Vodafone Idea লঞ্চ করল 26 টাকার দুর্দান্ত রিচার্জ প্ল্যান, পাবেন 1.5 জিবি ডেটা

Airtel কয়েকদিন আগেই ২৬ টাকার একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল। তাদের দেখাদেখি Vodafone Idea (VI) একই দামে নতুন একটি...
PUJA 26 Sept 2024 10:59 AM IST

Airtel কয়েকদিন আগেই ২৬ টাকার একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল। তাদের দেখাদেখি Vodafone Idea (VI) একই দামে নতুন একটি প্ল্যান আনল। আজ্ঞে হ্যাঁ দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভিআই তাদের গ্রাহকদের জন্য ২৬ টাকার একটি ডেটা ভাউচার প্যাক চালু করেছে। এই প্ল্যান তাদের জন্য আদর্শ হবে তারা সীমিত সময়ের জন্য অতিরিক্ত ডেটা খরচ করতে চান। আসুন VI এর নতুন ডেটা প্ল্যানের সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vodafone Idea লঞ্চ করল ২৬ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ২৬ টাকার প্ল্যানের মতো ভোডাফোন আইডিয়ার নতুন ডেটা ভাউচারে গ্রাহকরা ১.৫ জিবি ডেটা পাবেন। তবে এই ডেটার ভ্যালিডিটি মাত্র একদিন। এরপর আর এই ডেটা ব্যবহার করা যাবে না। মনে রাখবেন এই ডেটা ভাউচারের সাথে কোনো কলিং বেনিফিট বা এসএমএস বেনিফিট দেওয়া হয় না। এই প্ল্যান তাদের জন্য আদর্শ যাদের দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও বাড়তি ডেটার প্রয়োজন পড়ছে।

ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল উভয়েরই ২৬ টাকার প্ল্যানের সুবিধার মধ্যে কোনও পার্থক্য নেই। দুটি রিচার্জ প্ল্যানই ডেটা বুস্টার হিসেবে এসেছে। এছাড়া এই প্ল্যানের মাধ্যমে কোনো ভ্যালিডিটি বাড়ানো যায়নি। এই ভাউচার সক্রিয় কম্বো রিচার্জ প্ল্যানের সাথে কাজ করে। অর্থাৎ আপনার নম্বরে যদি কোনও সক্রিয় প্ল্যান না থাকে তাহলে ২৬ টাকার প্ল্যান রিচার্জ করলে কোনো সুবিধা পাওয়া যাবে না।

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়ার ২৬ টাকার প্রিপেড প্ল্যান সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ ছাড়াও থার্ড পার্টি অ্যাপ থেকে রিচার্জ করা যাবে। আপনার যদি ১.৫ ডেটা বেশি মনে হয়, তাহলে সংস্থার ১ জিবি ডেটা ভাউচার প্যাকও আছে, যার মূল্য ২২ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটিও একদিন।

Show Full Article
Next Story
Share it