Vodafone Idea আনল 401 টাকার দুর্দান্ত প্ল্যান, Jio-Airtel কে বেগ দিতে পারবে?

সম্প্রতি Vodafone Idea বা Vi তাদের প্রিপেইড, পোস্টপেইড এবং কনটেন্ট অফারগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার ক্ষেত্রে...
SUMAN 4 March 2023 2:55 PM IST

সম্প্রতি Vodafone Idea বা Vi তাদের প্রিপেইড, পোস্টপেইড এবং কনটেন্ট অফারগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার ক্ষেত্রে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে। হালফিলে পাওয়া খবর অনুযায়ী, ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি তাদের পোস্টপেইড সেগমেন্টের অধীনে ৪০১ টাকা দামের একটি নতুন প্ল্যান চালু করেছে। নবাগত এই প্ল্যানটি এক বছরের জন্য সান নেক্সট অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম এইচডি সাবস্ক্রিপশন (Sun NXT Premium HD Subscription) অফার করে। ফলে সংস্থার যে সকল গ্রাহকরা কোনো সাশ্রয়ী মূল্যের পোস্টপেইড প্ল্যানের সন্ধানে রয়েছেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে এক দারুণ সুসংবাদ৷ আসুন, Vi-এর এই নয়া প্ল্যানটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vodafone Idea-র ৪০১ টাকার পোস্টপেইড প্ল্যান

উল্লেখ্য, এই প্ল্যানটিকে ইতিমধ্যেই পৃথক প্ল্যান সেগমেন্টের অধীনে ভোডাফোন আইডিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এটি এক মাসের মেয়াদে ৫০ জিবি ৪জি (4G) ডেটা এবং রাত ১২ টা থেকে ভোর ৬ টার মধ্যে আনলিমিটেড ডেটা অফার করে। এছাড়াও, ৪০১ টাকার পোস্টপেইড প্ল্যান মারফত ২০০ জিবি ডেটা রোলওভার বেনিফিট, প্রতি মাসে ৩,০০০ টি মেসেজ এবং বেশ কয়েকটি ওটিটি (OTT) অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে - এক বছরের জন্য সান নেক্সট প্রিমিয়াম সাবস্ক্রিপশন (যার মূল্য ৭৯৯ টাকা), কোম্পানির অ্যাপ্লিকেশনটিতে ভিআইপি অ্যাক্সেস, জি৫ (ZEE5) প্রিমিয়াম মুভিজ, ছয় মাসের জন্য আনলিমিটেড ডাউনলোড সহ অ্যাড-ফ্রি হাঙ্গামা মিউজিক (Hungama Music) এবং ভিআই অ্যাপে ১০০০ টিরও বেশি ফ্রি গেমস।

Reliance Jio এবং Bharti Airtel-এর ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান

আপনাদেরকে জানিয়ে রাখি, দেশের অপর দুই শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর এয়ারটেল এবং রিলায়েন্স জিও উভয়েই ৩৯৯ টাকা দামের পোস্টপেইড প্ল্যান অফার করে, যেগুলি নতুন চালু হওয়া ভোডাফোন আইডিয়ার ৪০১ টাকার প্ল্যানটিকে জোর টক্কর দেবে বলে আশা করা যেতে পারে।

চলুন, উক্ত সংস্থাদ্বয় কর্তৃক প্রদত্ত ৩৯৯ টাকা দামের পোস্টপেইড প্ল্যান দুটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সেক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম কোম্পানি তিনটি কর্তৃক আনীত একই রেঞ্জের সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলির সম্পর্কে বিশদে জানতে পারলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে, উক্ত সংস্থাত্রয়ের মধ্যে কে বেশি সুবিধা দিচ্ছে।

Airtel-এর ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান

এই প্ল্যান মারফত এক মাসের মেয়াদে ৪০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি মেসেজ সহ এয়ারটেল এক্সস্ট্রিম (Airtel Xstream) অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস পাবেন ইউজাররা। তবে এই প্ল্যানে কোনো ওটিটি বেনিফিট উপলব্ধ নেই।

Reliance Jio-র ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান

রিলায়েন্স জিও-র ৩৯৯ টাকার প্ল্যানে এক মাসের জন্য ৭৫ জিবি ডেটা পাওয়া যায়। সেইসাথে ২০০ জিবি ডেটা রোলওভার বেনিফিট, আনলিমিটেড কলিং এবং নেটফ্লিক্স (Netflix) এবং অ্যামাজন প্রাইম (Amazon Prime)-এর মতো অ্যাপ্লিকেশনগুলির অ্যাক্সেস পাবেন ইউজাররা। তদুপরি, প্ল্যানটির মারফত জিওটিভি (JioTV), জিওসিকিউরিটি (JioSecurity) এবং জিওক্লাউড (JioCloud) অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র মিলবে।

Airtel, Vi নাকি Jio: ৪০০ টাকার রেঞ্জের পোস্টপেইড প্ল্যানে কে সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে?

উল্লেখ্য, এয়ারটেল ও জিও-র পোস্টপেইড প্ল্যানটির দাম ৩৯৯ টাকা; অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার প্ল্যানের জন্য গ্রাহকদেরকে অতিরিক্ত ২ টাকা খরচ করতে হবে। তবে সবমিলিয়ে দেখতে গেলে, ৩৯৯ টাকার জিও প্ল্যানটি এয়ারটেল এবং ভিআই-এর নতুন চালু হওয়া প্ল্যানের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। কারণ উক্ত প্ল্যানটির মাধ্যমে জিও ৭৫ জিবি ডেটা সরবরাহ করে, যেখানে এয়ারটেল এবং ভিআই-এর প্ল্যান দুটিতে মিলবে যথাক্রমে কেবল ৪০ জিবি এবং ৫০ জিবি ডেটা। তাছাড়া, জিও-র প্ল্যান মারফত নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ পাবেন ইউজাররা, যা চলতি সময়ে খুবই উল্লেখযোগ্য তথা আকর্ষণীয় একটি সুবিধা।

Show Full Article
Next Story