Vodafone Idea আনল Super Hero প্ল্যান, রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ডেটা
ভোডাফোন আইডিয়ার 365 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন অর্থাৎ মোট 56 জিবি ডেটা মিলবে। এছাড়াও এখন রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
Highlights
• Vi-এর সুপারহিরো প্ল্যানে রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।
• মহারাষ্ট্র, নয়াদিল্লি, গুজরাট, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং হরিয়ানায় রিচার্জ প্ল্যানগুলির সাথে সুপার হিরো সুবিধা পাওয়া যাবে।
• যারা ভোডাফোন আইডিয়ার 2 জিবি বা তার বেশি দৈনিক ডেটা অফারকারী প্ল্যান রিচার্জ করবেন তারা এই সুবিধা পাবেন। এই প্ল্যানের দাম শুরু হবে 365 টাকা থেকে।
Vi Super Hero Unlimited Data: দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vi) তাদের গ্রাহকদের জন্য নতুন অফারের ঘোষণা করল। আসলে Vi তাদের গ্রাহকদের জন্য একটি নতুন সুপারহিরো প্ল্যান লঞ্চ করেছে, যেখানে সারাদিনের অর্ধেক সময় আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। এর আগে Vodafone Idea সুপার হিরো প্ল্যানে রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত বিনামূল্যে আনলিমিটেড নাইট ডেটা দিত। কিন্তু এখন নয়া Vi-এর সুপারহিরো প্ল্যানে রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।
Vi এর সুপার হিরো প্ল্যানের সুবিধা কীভাবে নেবেন?
ভোডাফোন আইডিয়ার সুপার হিরো প্ল্যানটি মহারাষ্ট্র, নয়াদিল্লি, গুজরাট, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং হরিয়ানায় রিচার্জ প্ল্যানগুলির সাথে পাওয়া যাবে। যারা 2 জিবি বা তার বেশি দৈনিক ডেটা অফারকারী প্ল্যান রিচার্জ করবেন তারা এই সুবিধা পাবেন। এই প্ল্যানের দাম শুরু হবে 365 টাকা থেকে।
Vodafone Idea এর সুপার হিরো রিচার্জ প্ল্যানের অন্যান্য সুবিধা
উইকএন্ড ডেটা রোলওভার: ভোডাফোন-আইডিয়া সুপার হিরো রিচার্জ প্ল্যানে উইকএন্ড ডেটা রোলওভারের সুবিধা দেয়। এখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত অব্যবহৃত ডেটা শনি ও রবিবার ব্যবহার করা যাবে।
ডেটা ডিলাইট: মাসে দুবার, ব্যবহারকারীরা ভিআই অ্যাপের মাধ্যমে বা 121249 ডায়াল করে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই 2 জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা পাবেন।
Vi এর 365 টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়ার 365 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন অর্থাৎ মোট 56 জিবি ডেটা মিলবে। এছাড়াও এখন রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
এর আগে ভোডাফোন আইডিয়া বিঞ্জ অল নাইট বেনিফিট অফারে রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত কোনো বাড়তি খরচ ছাড়াই আনলিমিটেড ডেটা গ্রাহকদের ব্যবহার করতে দিত। এক্ষেত্রেও উইকএন্ড ডাটা রোলওভারের সুবিধা রয়েছে।
ভোডাফোন আইডিয়ার 365 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন অর্থাৎ মোট 56 জিবি ডেটা মিলবে। এছাড়াও এখন রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।