ঘুরে দাঁড়াচ্ছে Vodafone Idea? অনেক কমলো লোকসানের পরিমাণ
ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Vodafone Idea Limited (VIL) সম্প্রতি তৃতীয় প্রান্তিকের (২০২৩-এ অক্টোবর থেকে...ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Vodafone Idea Limited (VIL) সম্প্রতি তৃতীয় প্রান্তিকের (২০২৩-এ অক্টোবর থেকে ডিসেম্বরের) আর্থিক ফলাফল প্রকাশ করেছে।
সংস্থাটি জানিয়েছে যে, গত ত্রৈমাসিকে তাদের লোকসান ছিল ৮৭৩৯.৯ কোটি টাকা। তবে এই ত্রৈমাসিকে তাদের লোকশানের হার আগের তুলনায় হ্রাস পেয়ে ৬,৯৮৯ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। আর ভোডাফোন আইডিয়ার এআরপিইউ (গ্রাহক প্রতি গড় আয়) ১৪৫ টাকায় পৌঁছেছে যা পরপর তিনটি প্রান্তিকের তুলনায় বেশি।
Vodafone Idea-এর তৃতীয় প্রান্তিকের পারফরম্যান্স সামনে এল
বছরের তৃতীয় প্রান্তিকের শেষে ভোডাফোন আইডিয়ায় গ্রাহক দাঁড়িয়েছে ১২৫.৬ মিলিয়ন, যা আগের ত্রৈমাসিকের তুলনায় ০.৯ মিলিয়ন বেশি। অর্থাৎ গত ত্রৈমাসিকে ভোডাফোন আইডিয়ার সাথে যুক্ত ছিল ১২৪.৭ মিলিয়ন গ্রাহক। এছাড়া রিপোর্টে আরও বলা হয়েছে, ভোডাফোন আইডিয়ার সক্রিয় গ্রাহকের সংখ্যা বছরের তৃতীয় প্রান্তিকে কমে গেছে।
Vodafone Idea-এর সিইও অক্ষয় মুন্দ্রা বলেছেন, গত ১০ টি প্রান্তিকে ধারাবাহিকভাবে সংস্থাটি তাদের 4G গ্রাহক এবং তাদের এআরপিইউ বাড়াতে সক্ষম হয়েছে। তবে, 5G নেটওয়ার্ক রোল আউটের জন্য এখনো তাদের অর্থ প্রয়োজন। যার জন্য সংস্থাটি তহবিল সংগ্রহ করতে বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্ব করছে।