Jio ও Airtel পিছু হটবে, এই কোম্পানি দিচ্ছে রোজ ৪ জিবি ডেটা সহ ৬ ঘন্টা আনলিমিটেড ডেটার সুবিধা
Vodafone Idea (Vi) তাদের নিত্য নতুন প্রিপেড প্ল্যান এনে Reliance Jio ও Airtel এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। সংস্থার...Vodafone Idea (Vi) তাদের নিত্য নতুন প্রিপেড প্ল্যান এনে Reliance Jio ও Airtel এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। সংস্থার পোর্টফোলিওতে এমন কিছু প্ল্যান রয়েছে, যা এয়ারটেল এবং জিও অফার করে না। এমনই দুটি প্ল্যান হল ৪০৯ টাকার এবং ৪৭৫ টাকার প্রিপেড প্যাক। ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানগুলিতে প্রতিদিন ৪ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়া আনলিমিটেড কলিং ও রাতে ৬ ঘণ্টা আনলিমিটেড ডেটাও মিলছে। চলুন এই দুটি প্ল্যানের বেনিফিটগুলি দেখে নেওয়া যাক।
ভোডাফোন আইডিয়ার ৪০৯ টাকার প্ল্যান
Vodafone Idea-এর ৪০৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। এতে আপনি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ৩.৫ জিবি ডেটা পাবেন। এছাড়া রয়েছে ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। আবার আপনি এই প্ল্যানের সাথে বিঞ্জ অল নাইট বেনিফিট উপভোগ করতে পারবেন।
বিঞ্জ অল নাইটে ব্যবহারকারীরা অতিরিক্ত চার্জ ছাড়াই রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও কোম্পানির এই প্ল্যানে সাপ্তাহিক ডেটা রোলওভারের সুবিধা পাবেন। এছাড়া সংস্থাটি Vi movies & TV অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস দিচ্ছে।
ভোডাফোন আইডিয়ার ৪৭৫ টাকার প্ল্যান
কোম্পানির এই প্ল্যানের বৈধতাও ২৮ দিন। এখানে প্রতিদিন ৪ জিবি ডেটা দেওয়া হয়। আবার এই প্ল্যানে সংস্থাটি প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস সহ সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে। এর অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে বিঞ্জ অল নাইট, ডেটা ডিলাইটস এবং উইকেন্ড ডেটা রোলওভার। এছাড়াও, এই প্ল্যানে Vi movies & TV অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস দিচ্ছে সংস্থাটি।