600 টাকার কম খরচে চলবে দুটি সিম, সাথে 110 জিবি ডেটা, আনলিমিটেড কল এবং আরও অনেক সুবিধা

ভোডাফোন আইডিয়া (VI) তাদের গ্রাহকদের একটি দুর্দান্ত এন্ট্রি-লেভেল পোস্টপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ১১০ জিবি ডেটা এবং অনেক ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাওয়া…

ভোডাফোন আইডিয়া (VI) তাদের গ্রাহকদের একটি দুর্দান্ত এন্ট্রি-লেভেল পোস্টপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ১১০ জিবি ডেটা এবং অনেক ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। সাথে মিলবে ডেটা রোলওভারের সুবিধা। আবার এই রিচার্জ প্ল্যানের সাথে আপনি দুটি কানেকশন পাবেন। এই প্রতিবেদনে আমরা Vi এর এই সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফ্যামিলি মোবাইল পোস্টপেইড প্ল্যান সম্পর্কে আপনাদের জানাবো।

Vodafone Idea-র ৫৯৯ টাকার প্ল্যানের সুবিধা

ভোডাফোন আইডিয়ার ফ্যামিলি রিচার্জ প্যাকের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যানের মূল্য ৫৯৯ টাকা। ভিআইয়ের ৫৯৯ টাকার প্ল্যানে মোট ১১০ জিবি ডেটা অফার করা হয়। এছাড়াও ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধা পাওয়া যায়। সাথে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০০ এসএমএস পাবেন।

এই প্ল্যানের সাথে ২টি কানেকশন দেওয়া হবে। যেখানে প্রাইমারি কানেকশন ব্যবহারকারী ৭০ জিবি ডেটা, প্রতি মাসে ৩০০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। আর সেকেন্ডারি কানেকশনে আনলিমিটেড ভয়েস কল, ৪০ জিবি ডেটা এবং প্রতি মাসে ৩০০০ এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আরও অনেক সুবিধা রয়েছে।

যেমন এখানে ছয় মাসের জন্য অ্যামাজন প্রাইম, এক বছরের জন্য ডিজনি+ হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, ভিআই মুভিজ ও টিভি ভিআইপি, ভিআই গেমস ও হাঙ্গামা মিউজিকের সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। সংস্থার পোর্টফোলিওতে অন্যান্য ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানও রয়েছে, যেগুলির দাম প্রতি মাসে ৯৯৯ টাকা এবং ১১৪৯ টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন