Vodafone Idea গ্রাহকদের জন্য সুখবর, বাড়লো 129 টাকার ও 298 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি

Reliance Jio এবং Bharti Airtel দেশে 5G পরিষেবা চালু করার পর থেকে বেশি পরিমাণ গ্রাহক হারাচ্ছে Vodafone-Idea (Vi)। যদিও এতে একদমই দমে যায়নি টেলিকম সংস্থাটি।…

Reliance Jio এবং Bharti Airtel দেশে 5G পরিষেবা চালু করার পর থেকে বেশি পরিমাণ গ্রাহক হারাচ্ছে Vodafone-Idea (Vi)। যদিও এতে একদমই দমে যায়নি টেলিকম সংস্থাটি। বরং গ্রাহক ধরে রাখার জন্য তাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে টেলকোটি হালফিলে একাধিক নতুন রিচার্জ ও ডেটা অ্যাড-অন প্ল্যান লঞ্চ করছে। এমনকি আজ (১২ই এপ্রিল) Vi -কে তাদের দুটি বিদ্যমান প্রিপেইড প্ল্যানকে আপডেট করতে দেখা গেল। এই দুই প্ল্যানের মূল্য হল ১২৯ টাকা এবং ২৯৮ টাকা। স্বল্প-মেয়াদি প্ল্যান দুটি আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি ইন্টারনেট ডেটা সহ আরও অনেক বেনিফিট দেয়। চলুন ১২৯ টাকার এবং ২৯৮ টাকার সংশোধিত Vodafone-Idea প্রিপেইড প্ল্যানের সুবিধা দেখে নেওয়া যাক।

১২৯ টাকার ও ২৯৮ টাকার প্ল্যানে পরিবর্তন আনল Vodafone Idea

Vodafone Idea-এর ১২৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা

ভোডাফোন আইডিয়ার ১২৯ টাকার প্রিপেইড প্ল্যানে ১৪ দিনের পরিবর্তে ১৮ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই সময়কালে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং ২০০ এমবি ডেটা পাবেন। যদিও মেসেজ পাঠানোর কোনো সুবিধা দেওয়া হবে না। তবে গ্রাহকরা চাইলে ১ টাকার বিনিময়ে লোকাল এসএমএস, ১.৫ টাকা প্রতি এসটিডি (STD) এসএমএস এবং আইএসডি (ISD) মেসেজের জন্য ৫ টাকা প্রদান করে মেসেজ পাঠাতে পারবেন।

Vodafone Idea -এর ২৯৮ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা

৪ দিন বাড়িয়ে ২৯৮ টাকার ভোডাফোন আইডিয়া প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন করা হয়েছে। এই প্ল্যানের সাথে এখন মোট ৫০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি – ভিআই মুভিস অ্যান্ড টিভি ক্লাসিক অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও অফার করা হবে, যার মাধ্যমে প্রিমিয়াম মুভি, ওয়েব সিরিজ, অরিজিনাল, খবর এবং লাইভ টিভি দেখতে পারবেন গ্রাহকেরা।

প্রসঙ্গত, ভোডাফোন আইডিয়া তাদের উপরে উল্লেখিত সংশোধিত রিচার্জ প্ল্যান দুটিকে, নয়া ১৮১ টাকা মূল্যের ডেটা অ্যাড-অন প্ল্যান লঞ্চ করার পর পরই ঘোষণা করেছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, আলোচ্য ডেটা ভাউচার প্যাকটির অধীনে ব্যবহারকারীদের রোজ ১ জিবি ডেটা অফার করা হবে পুরো ১ মাস ধরে। আর প্রতিদিনের নির্ধারিত ডেটার (১ জিবি) কোটা শেষ হয়ে গেলে, আবার পরের দিন তা রিসেট হয়ে যাবে। এই ডেটা প্ল্যান ছাড়াও, টেলিকম অপারেটরটি সম্প্রতি ২৮৯ টাকার এবং ৪২৯ টাকার দুটি প্রিপেইড প্ল্যানও লঞ্চ করেছে, যা ৭৮ দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করবে। পাশাপাশি ইন্টারনেট ডেটা, ভয়েস কলিং ও এসএমএস -এর সুবিধাও দেবে। নিচে বিস্তারে প্ল্যানগুলির বেনিফিট দেওয়া হল –

Vodafone Idea -এর ২৮৯ টাকার প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ২৮৯ টাকার রিচার্জ প্ল্যানটি ৪৮ দিনের বৈধতা অফার করে। এখানে আনলিমিটেড ভয়েস কলিং, ৪ জিবি ডেটা, ৬০০টি এসএমএস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। মূলত যারা সেকেন্ডারি সিম হিসাবে ভোডাফোন আইডিয়াকে বেছে নিয়েছেন তাদের জন্য এটি একটি ভাল বিকল্প হতে পারে।

Vodafone Idea -এর ৮২৯ টাকার প্রিপেইড প্ল্যান

৮২৯ টাকা প্রদান করে মোট ৭৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০০টি এসএমএস পাবেন ভোডাফোন আইডিয়ার সিম ব্যবহারকারীরা। এটি একটি সল্প দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান হলেও, বেনিফিটের নিরিখে শুধুমাত্র সিম অ্যাক্টিভ রাখা বা প্রয়োজনে ফোন করার সুবিধা দেবে। অর্থাৎ এটিও সেকেন্ডারি সিম সচল রাখার কাজে আসবে। জানিয়ে রাখি, ভোডাফোন আইডিয়া গ্রাহকেরা উল্লেখিত প্রত্যেকটি প্ল্যানকেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা Vi অ্যাপে গিয়ে অনলাইনে রিচার্জ করতে পারবেন।