Mobile Recharge: আজই শেষ দিন, রিচার্জে বিনামূল্যে ৫ জিবি ডেটা, কীভাবে পাবেন

আপনি যদি Vodafone Idea বা Vi-এর গ্রাহক হন, এবং হালফিলে মোবাইল রিচার্জে বিনামূল্যে অতিরিক্ত ডেটা পেতে আগ্রহী হয়ে থাকেন,...
techgup 7 Feb 2023 1:15 PM IST

আপনি যদি Vodafone Idea বা Vi-এর গ্রাহক হন, এবং হালফিলে মোবাইল রিচার্জে বিনামূল্যে অতিরিক্ত ডেটা পেতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার খুব ভালো করে মন দিয়ে পড়ে নিন। আসলে Vi সম্প্রতি একটি নতুন অফার নিয়ে এসেছে, যার দৌলতে ভারতে সংস্থার ব্যবহারকারীরা ৫ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা পেতে সক্ষম হবেন। কোম্পানির ভিআই অ্যাপ (Vi App) ব্যবহার করে প্রিপেইড নম্বর রিচার্জ করার ক্ষেত্রে এই এক্সক্লুসিভ অফারটি ৭ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ, Vodafone Idea-র এই চমকপ্রদ অফারটির ফায়দা ওঠানোর আজই শেষ দিন।

বলে রাখি, সংস্থার এই আলোচ্য অফারটি প্রায় সমস্ত হিরো আনলিমিটেড প্ল্যানের জন্য প্রযোজ্য। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যারা ভিআই অ্যাপ মারফত ২৯৯ টাকার বেশি রিচার্জ করবেন, কেবল তারাই ৫ জিবি অতিরিক্ত ডেটা পাবেন। উল্লেখ্য যে, এর মধ্যে এমন কিছু প্ল্যান রয়েছে, যেগুলির মাধ্যমে প্রতিদিন ৪ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যায়। সেইসাথে উপরি ৫ জিবি ডেটার পাশাপাশি ডিজনি + হটস্টার মোবাইল (Disney+ Hotstar Mobile)-এর ফ্রি সাবস্ক্রিপশন সহ আরও অনেক আকর্ষণীয় এক্সট্রা বেনিফিট উপলব্ধ রয়েছে। চলুন, ভিআই-এর পোর্টফোলিওর অন্তর্গত এমনই কয়েকটি ধামাকাদার প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা জেনে নেওয়া যাক।

Vodafone Idea-র ৪৭৫ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন। প্রিপেইড গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করলে রোজ ৪ জিবি করে ডেটা পাবেন। সেইসাথে মিলবে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি করে ফ্রি এসএমএসের সুবিধা।

Vi-এর ৪৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানটি রিচার্জ করলে ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ৩ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন ইউজাররা। সেইসাথে তিন মাসের জন্য ডিজনি + হটস্টার মোবাইল-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে।

Vodafone Idea-র ৫৩৯ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। এটির মাধ্যমে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০ টি করে এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়।

উল্লেখ্য, উপরিউক্ত প্ল্যানগুলিতে অন্যান্য বেনিফিট হিসেবে অতিরিক্ত ৫ জিবি ডেটার পাশাপাশি ডেটা ডিলাইটস (প্রতি মাসে ২ জিবি ডেটা ব্যাকআপ), উইকএন্ড ডেটা রোলওভার (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা লিমিটের মধ্যে থেকে পড়ে থাকা অবশিষ্ট ডেটা ব্যবহার করা যাবে শনিবার এবং রবিবার), বিঞ্জ অল নাইট ডেটা (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিখরচায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা), এবং Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস পেতে সক্ষম হবেন গ্রাহকরা।

Show Full Article
Next Story