IPL প্রেমীদের জন্য নতুন প্ল্যান আনল Vodafone Idea, মাত্র 181 টাকায় রোজ 1 জিবি ডেটা

Vodafone Idea বা Vi একপ্রকার চুপিসারে তাদের পোর্টফোলিওতে ১৮১ টাকার একটি নতুন প্ল্যান সামিল করল। এটি কোনো অল ইন ওয়ান...
SUMAN 7 April 2023 4:18 PM IST

Vodafone Idea বা Vi একপ্রকার চুপিসারে তাদের পোর্টফোলিওতে ১৮১ টাকার একটি নতুন প্ল্যান সামিল করল। এটি কোনো অল ইন ওয়ান প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যান নয়, বরং একটি 4G ডেটা ভাউচার। এই ডেটা অ্যাড-অন প্যাকের অধীনে ব্যবহারকারীরা অতিরিক্ত ইন্টারনেট ডেটা পেতে সক্ষম হবেন, যা IPL এর সময় অনেকের দরকার। অর্থাৎ এর জন্য একটি সক্রিয় প্ল্যান বিদ্যমান থাকা আবশ্যক। মূলত, যেসকল ব্যবহারকারীদের কাজ বা বিনোদনের জন্য অতিরিক্ত মোবাইল ডেটার প্রয়োজন হয় তাদের কথা মাথায় রেখেই এই প্ল্যানটি লঞ্চ করেছে Vi। তবে অন্যান্য সংস্থার ডেটা অ্যাড-অন প্ল্যানের থেকে Vi -এর নতুন ১৮১ টাকার ডেটা ভাউচারটির বেনিফিট সামান্য আলাদা থাকছে। চলুন দেখে নেওয়া যাক কোন কারণে এই নতুন ডেটা অ্যাড-অন প্ল্যানটি ভিন্ন এবং কি কি বেনিফিট পাওয়া যাবে ১৮১ টাকার বিনিময়ে।

Vodafone Idea আনল ১৮১ টাকার ডেটা অ্যাড-অন প্ল্যান

অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের ডেটা ভাউচার প্যাকে একসাথে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা অফার করে সীমিত সময়ের জন্য। কিন্তু ভোডাফোন আইডিয়া তাদের সদ্য চালু করা ১৮১ টাকা মূল্যের ডেটা ভাউচার প্ল্যানের সাথে দৈনিক ১ জিবি ডেটা অফার করছে পুরো ১ মাস বা ৩০ দিনের জন্য। প্রতিদিনের নির্ধারিত ডেটার (১ জিবি) কোটা শেষ হয়ে গেলে, আবার পরের দিন তা রিসেট হয়ে যাবে। এটাই হচ্ছে এই ডেটা অ্যাড-অন প্ল্যানের বিশেষত্ব।

প্রসঙ্গত, ভোডাফোন আইডিয়া সম্প্রতি দুটি নতুন সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান চালু করেছে। ২৮৯ টাকা এবং ৪২৯ টাকা মূল্যের এই মোবাইল রিচার্জ প্ল্যানগুলি ৭৮ দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করবে এবং ইন্টারনেট ডেটা, ভয়েস কলিং ও এসএমএস -এর সুবিধা দেবে। নিচে বিস্তারে প্ল্যানগুলির বেনিফিট দেওয়া হল -

Vodafone Idea -এর ২৮৯ টাকার প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ২৮৯ টাকার রিচার্জ প্ল্যানটি ৪৮ দিনের বৈধতা অফার করে। এখানে আনলিমিটেড ভয়েস কলিং, ৪ জিবি ডেটা, ৬০০টি এসএমএস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। মূলত যারা সেকেন্ডারি সিম হিসাবে ভোডাফোনকে বেছে নিয়েছেন তাদের জন্য এটি একটি ভাল বিকল্প হতে পারে।

Vi -এর ৪২৯ টাকার প্রিপেড প্ল্যান

৮২৯ টাকা প্রদান করে মোট ৭৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০০টি এসএমএস পাবেন ভোডাফোন আইডিয়ার সিম ব্যবহারকারীরা। এটি একটি সল্প দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান হলেও, বেনিফিটের নিরিখে শুধুমাত্র সিম অ্যাক্টিভ রাখা বা প্রয়োজনে ফোন করার সুবিধা দেবে। অর্থাৎ এটিও সেকেন্ডারি সিম সচল রাখার কাজে আসবে।

জানিয়ে রাখি, ভোডাফোন আইডিয়া গ্রাহকেরা উল্লেখিত দুটি প্রিপেইড প্ল্যানকেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা Vi অ্যাপে গিয়ে অনলাইনে রিচার্জ করতে পারবেন।

ভোডাফোন আইডিয়া (Vi) বর্তমানে ভারতে ৫জি (5G) পরিষেবা চালু করার জন্য ফান্ড সংগ্রহে ব্যস্ত। কিন্তু ধারাবাহিকভাবে সাবস্ক্রাইবার হারানোর কারণে বহু বিনিয়োগকারী সংস্থাটির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যার দরুন টেলকম সংস্থাটির ৫জি নেটওয়ার্ক রোলআউটে বিলম্ব হচ্ছে। আর গোদের উপর বিষফোঁড়ার মতো প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল ( Bharti Airtel) রীতিমতো ৫জি বাজারে জাকিয়ে বসায়, তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে নাজেহাল হচ্ছে Vi। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মুকেশ আম্বানি এবং সুনীল ভারতী মিত্তল পরিচালিত টেলিকম দুটি দ্রুততার সাথে তাদের ৫জি পরিষেবা ছড়িয়ে দিচ্ছে ভারত জুড়ে এবং একই সাথে নতুন নতুন রিচার্জ প্ল্যানও লঞ্চ করছে। যার দরুন সংস্থা দুটি সাম্প্রতিককালে উল্লেখযোগ্য পরিমাণ মার্কেট শেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছে৷ অন্যদিকে, Vi -এর গ্রাহক সংখ্যা এবং মার্কেট শেয়ার দিন কে দিন হ্রাস পাচ্ছে। হয়তো তাই পরিস্থিতি সামাল দিতে Vi তাদের বিদ্যমান গ্রাহকদের জন্য সেরা মূল্যে সেরা পরিষেবা দেওয়ার খাতিরে নতুন ডেটা অ্যাড-অন প্ল্যান এবং প্রিপ্রেইড রিচার্জ প্যাকগুলি নিয়ে আসছে।

Show Full Article
Next Story