আনলিমিটেড কল, ইন্টারনেট সহ আরও অনেক সুবিধা, Vodafone Idea আনল চারটি ম্যাক্স প্ল্যান

দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ দেনার দায়ে জর্জরিত থাকা সত্ত্বেও ইউজারদেরকে খুশি করতে তথা ব্যবসায় সুদিনের মুখ দেখার জন্য...
techgup 3 Nov 2022 11:11 AM IST

দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ দেনার দায়ে জর্জরিত থাকা সত্ত্বেও ইউজারদেরকে খুশি করতে তথা ব্যবসায় সুদিনের মুখ দেখার জন্য দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone Idea বা Vi কিন্তু অনর্গল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই সুবাদেই সম্প্রতি সংস্থাটি ভিআই ম্যাক্স (Vi Max) প্ল্যান নামে ভারতে নতুন একগুচ্ছ পোস্টপেইড প্ল্যান চালু করেছে। সংস্থার মতে, নতুন পোস্টপেইড প্ল্যানগুলিকে সেই সমস্ত ব্যবহারকারীদের কথা ভেবে ডিজাইন করা হয়েছে, যারা প্রচুর ডেটা ও এসএমএস কোটা, ভালো বিলিং কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল রোমিং (IR) অফারের মতো আকর্ষণীয় সুবিধাগুলি পেতে আগ্রহী। নবাগত Vi Max প্ল্যানগুলি মোট চারটি স্তরে বিভক্ত - এগুলির সর্বনিম্ন দাম ৪০১ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১,১০১ টাকা। সোজা কথায় বললে, Vi Max প্ল্যানের আওতায় মোট চারটি প্ল্যান বাজারে এসেছে। খুব স্বাভাবিকভাবেই সবচেয়ে কমদামি প্ল্যানে কাজ চালানোর মতো সুবিধা মিলবে এবং সর্বাধিক মূল্যের প্ল্যানটিতে একাধিক দুর্দান্ত সুবিধা পেতে সক্ষম হবেন ক্রেতারা।

Vodafone Idea নিয়ে এল নতুন চারটি Vi Max পোস্টপেইড প্ল্যান

উল্লেখ্য যে, গত ১ নভেম্বর থেকে ম্যাক্স প্ল্যানগুলি গোটা দেশে উপলব্ধ। আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন সবকটি ম্যাক্স প্ল্যানেই রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতি মাসে ৩,০০০ টি মেসেজ করার সুবিধা। সবচেয়ে কমদামি ৪০১ টাকার প্ল্যানে (করব্যতীত) মিলবে ৫০ জিবি ডেটা এবং ২০০ জিবি রোলওভার ডেটা। তবে রাতে আনলিমিটেড ডেটা খরচের সুবিধা পাবেন ইউজাররা। তদুপরি, এই প্ল্যানে উপলব্ধ এক্সট্রা বেনিফিটগুলির মধ্যে রয়েছে ১২ মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Sony Liv মোবাইল সাবস্ক্রিপশন, Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস, বিনামূল্যে ১,০০০ টি ভিআই গেম, এবং ভিআই অ্যাপে Hungama Music-এর অ্যাক্সেস।

এর পরবর্তী ভিআই ম্যাক্স প্ল্যানটির মূল্য ৫০১ টাকা (করব্যতীত)। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৯০ জিবি মাসিক ডেটা, Amazon Prime-এ ৬ মাসের সাবস্ক্রিপশন এবং Disney+ Hotstar-এর ১২ মাসের সাবস্ক্রিপশন পাবেন। এছাড়া, এই প্ল্যানে ৫ টি ভিআই গোল্ড গেমের অ্যাক্সেসের সুবিধাও উপলব্ধ রয়েছে।

এর পরের ভিআই ম্যাক্স প্ল্যানটির দাম ৭০১ টাকা (কর ছাড়া) ধার্য করা হয়েছে। এতে আনলিমিটেড ইন্টারনেট ডেটা, ১২ মাসের Super Disney+ Hotstar সাবস্ক্রিপশন এবং ৬ মাসের Amazon Prime সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

এই তালিকার সর্বশেষ Vi Max RedX প্ল্যানটির দাম ১,১০১ টাকা। এতে ৭০১ টাকার প্ল্যানে উপলব্ধ সকল সুবিধাই মিলবে, তবে প্রিমিয়াম মূল্যের প্ল্যান হওয়ায় কিছু এক্সট্রা বেনিফিটও পেতে সক্ষম হবেন ইউজাররা। এই প্ল্যান মারফত ব্যবহারকারীরা Make My Trip বেনিফিট, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস (বছরে চারবার) এবং ২,৯৯৯ টাকা মূল্যের IR রোমিং প্যাক (বছরে একবার) পাবেন। উপরন্তু, একবার বিনামূল্যে ১২ মাসের Sony Liv Premium সাবস্ক্রিপশনও পেতে সক্ষম হবেন ইউজাররা।

Show Full Article
Next Story