এই বছরে কি 5G পরিষেবা চালু করতে পারবে Vodafone Idea? মানতে হবে এই শর্ত

Reliance Jio ও Airtel গতবছরে ভারতে 5G নেটওয়ার্ক চালু করেছিল। যদিও আরেক টেলিকম সংস্থা Vodaphone Idea (Vi) এখনও পঞ্চম...
techgup 29 Jun 2023 11:09 PM IST

Reliance Jio ও Airtel গতবছরে ভারতে 5G নেটওয়ার্ক চালু করেছিল। যদিও আরেক টেলিকম সংস্থা Vodaphone Idea (Vi) এখনও পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি। তবে সংস্থার এক এক্সিকিউটিভ সম্প্রতি দাবি করেছেন যে, ২০২৩ সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তারা 5G পরিষেবা নিয়ে আসছে। যদিও এর জন্য এই টেলকোটিকে এখনই সমস্ত সরঞ্জাম কিনে ফেলতে হবে। নাহলে ওই সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবে না তারা।

এদিকে ইটি টেলিকমের তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে, ইউরোপীয় টেলিকম গিয়ার প্রস্তুতকারক নোকিয়া এবং এরিকসন ভোডাফোন আইডিয়াকে (ভিআই) ক্রেডিটে ৫জি সরঞ্জাম সরবরাহ করতে অস্বীকার করেছে। তারা এই টেলিকম কোম্পানিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, তারা শুধুমাত্র অগ্রিম অর্থ পাওয়ার পরেই কোম্পানিতে সরঞ্জাম সরবরাহ করতে পারে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, Vi ওপেন RAN মাভেনির (Mavenir) এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের সাথেও 5G সরঞ্জামের জন্য আলোচনা করছে। টেলকোটি কর্ণাটক সার্কেলে মাভেনিরের সাথে 5G ট্রায়ালেরও কাজ করছে। সেক্ষেত্রে Vodafone Idea যদি এখনই কোনো ভাবে এই সরঞ্জাম অর্ডার দিতে সক্ষম হয়, তাহলে এই বছরের শেষের দিকে কোম্পানিটি 5G চালু করতে সক্ষম হবে। কিন্তু যদি এখনই তারা এটি না করতে পারে, তাহলে গ্রাহকদেরকে ২০২৪ সাল পর্যন্ত 5G-র জন্য অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, Vodafone Idea নাকি খুব শীঘ্রই প্রাইভেট ইক্যুইটি প্লেয়ার থেকে ২০০০০ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চলেছে।

জানিয়ে রাখি নোকিয়া এবং এরিকসন ভারতে ইতিমধ্যেই রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলকে 5G সরঞ্জাম সরবরাহ করছে। উল্লেখ্য, আগামী দিনে জিও নোকিয়ার কাছ থেকে আরও ৫জি সরঞ্জাম কেনার জন্য ১.৬ বিলিয়ন ডলার (১৬০ কোটি টাকা) সংগ্রহ করতে শুরু করে দিয়েছে ।

Show Full Article
Next Story