Vi 549: জনপ্রিয় এই আনলিমিটেড প্ল্যান বন্ধ করে দিল Vodafone Idea, রিচার্জ করার আগে জেনে নিন

Jio, Airtel-এর মত দেশে এখনও পর্যন্ত 5G নেটওয়ার্ক চালু করে উঠতে পারেনি Vodafone Idea বা Vi। বদলে এই মুহূর্তে সংস্থাটি...
Anwesha Nandi 1 May 2023 1:44 PM IST

Jio, Airtel-এর মত দেশে এখনও পর্যন্ত 5G নেটওয়ার্ক চালু করে উঠতে পারেনি Vodafone Idea বা Vi। বদলে এই মুহূর্তে সংস্থাটি বাজারে টিকে থাকতে বিভিন্ন অফার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, চালু করছে নিত্যনতুন প্ল্যান। কিন্তু ইউজারবেসকে আকর্ষিত করার এই প্রচেষ্টার মধ্যেই এবার Vi কার্যত উল্টো পদক্ষেপ নিয়ে বসেছে। অতিসম্প্রতি তারা ৫৪৯ টাকার দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যানটি রিমুভ করেছে, তাও আবার চুপিসাড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, অপসৃত প্ল্যানটি মাত্র কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল যা ১৮০ দিনের বৈধতায় সীমিত কল এবং ডেটা অফার করত৷ মূলত যারা Vodafone Idea-র সিম কার্ড বিকল্প কানেকশন হিসেবে ব্যবহার করেন এবং নূন্যতম রিচার্জ করে সেটি সক্রিয় রাখতে চান, তাদের জন্য আদর্শ ছিল এই ৫৪৯ টাকার প্ল্যান।

লঞ্চের কয়েকদিনের মধ্যেই বন্ধ Vi-এর ৫৪৯ টাকার প্ল্যান

শুরুতেই বলেছি যে ঠিক কেন লঞ্চের পরপরই ৫৪৯ টাকার প্ল্যানটিকে সরানো হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি ভোডাফোন আইডিয়া। তবে টেলিকম টক (Telecomtalk)-এর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারী পিছু গড় আয় বা রেভিনিউ (ARPU) বাড়াতেই উল্লিখিত রিচার্জ অপশনটি বাতিল করেছে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম অপারেটরটি। অতএব, আপনি যদি ভোডাফোন আইডিয়া বা ভিআইয়ের গ্রাহক হন এবং এই মুহূর্তে এক মাসের বেশি সময়ের জন্য রিচার্জ করার পরিকল্পনা করে থাকেন, তবে আপনাকে অন্যান্য বিকল্পগুলি বেছে নিতে হবে। আর এই প্ল্যানগুলিতে আপনি ওই ৫৪৯ টাকার প্ল্যানের চেয়েও বেশি সুবিধা পাবেন।

Vodafone Idea-র এই প্ল্যানগুলিতে মিলবে লম্বা ভ্যালিডিটি ও আরও নানা সুবিধা

১. Vi-এর ৪৭৯ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানটি দৈনিক ১.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড কলের সাথে ৫৬ দিনের বৈধতা অফার করে। এতে আনলিমিটেড নাইট ডেটা, উইকেন্ড ডেটা রোলওভার ইত্যাদি অতিরিক্ত কিছু সুবিধাও পাওয়া যায়।

২. Vi-এর ৫৩৯ টাকার প্ল্যান: এটি রিচার্জ করলেও ৫৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে; আর মিলবে দৈনিক ২ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলের অ্যাক্সেস। এছাড়া সংস্থার অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করলে ৩ দিনের জন্য ৫ জিবি অতিরিক্ত ডেটাও ব্যবহার করা যাবে।

৩. Vi-এর ৫৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের দাম রিমুভ হওয়া বা স্ক্র্যাপড প্ল্যানটির মতই, কিন্তু এর সমস্ত সুবিধা আলাদা। এতে ৭০ দিনের মেয়াদে ১.৫ জিবি দৈনিক ডেটা, প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যাবে।

৪. Vi-এর ৬৬৬ টাকার প্ল্যান: এটি ৭৭ দিনের বৈধতায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস/রোজ অফার করে।

বলে রাখি, এই চারটি প্ল্যান ছাড়াও ভোডাফোন আইডিয়ার ব্যবহারকারীরা ৬৯৯ টাকা কিংবা ৭১৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন যাদের ভ্যালিডিটি ৫৬ দিন। আবার ৫৯৯ টাকার প্ল্যানের মত ১৮০ দিনের বৈধতা চাইলে ১,৪৪৯ টাকার প্ল্যানটি বেছে নেওয়া যেতে পারে। এটিতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএসের সুবিধা উপলব্ধ।

Show Full Article
Next Story