সোজা বাড়ি পৌঁছে যাবে Jio 5G SIM, অর্ডার কীভাবে করবেন জেনে নিন

বাজারে পা রাখার পর থেকে কেটে গেছে ছ-ছটা বছর, এখন Reliance Jio (রিলায়েন্স জিও) নেটওয়ার্ক ভারতের মানুষের প্রথম পছন্দ।...
Anwesha Nandi 3 Sept 2022 4:35 PM IST

বাজারে পা রাখার পর থেকে কেটে গেছে ছ-ছটা বছর, এখন Reliance Jio (রিলায়েন্স জিও) নেটওয়ার্ক ভারতের মানুষের প্রথম পছন্দ। এদিকে, 4G (৪জি) পরিষেবার মাধ্যমে বাজিমাত করার পর, সংস্থাটি এবার 5G (৫জি) চালু করার দিকে এগোচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি Jio-র নতুন কানেকশন নেওয়ার বা সিম কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে তা বাস্তবায়িত করার এটিই সঠিক সময়। কারণ, এখন Jio সিম কিনতে কোথাও যেতে হবে না। কিছু সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে আপনি বাড়ি বসেই একটি সিম অর্ডার করতে পারবেন, যারপর সিম কার্ডটি সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

সিম কার্ড কেনা এখন আরও সহজ

সাধারণত মানুষ সিমকার্ড কিনতে দোকানে যান, কিন্তু এখন আর তা করার দরকার নেই। আজ আমরা যে প্রক্রিয়ার কথা বলতে যাচ্ছি, তাতে আপনি বাড়িতে বসেই নতুন সিম পেয়ে যাবেন; আর এতে আপনাকে কোনোরকম অসুবিধার মুখেও পড়তে হবে না। কিন্তু কীভাবে জিও সিম অর্ডার করা যাবে? আসুন জেনে নিই…

এইভাবে অর্ডার করুন নতুন Jio সিম

১. এক্ষেত্রে আপনাকে প্রথমে জিওর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেখান থেকে 'গেট জিও সিম' (Get Jio SIM) অপশনটি বেছে নিতে হবে।

২. ওই অপশনে ক্লিক করার পর আপনাকে নিজের নাম এবং ফোন নম্বর লিখতে হবে।

৩. প্রয়োজনীয় তথ্য এন্টার করার পর, আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে।

৪. ওটিপি ভেরিফাই হলে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে, আপনি পোস্টপেইড (Postpaid) সিম কিনতে চান নাকি প্রিপেইড (Prepaid)।

৫. এক্ষেত্রে সমস্ত বিবরণ এন্টার করা হয়ে গেলে, আপনাকে বাড়ির ঠিকানা লিখতে হবে, যারপর একটি সিম আপনার কাছে পৌঁছে যাবে।

এই প্রসঙ্গে বলে রাখি, Jio 5G নেটওয়ার্ক চালু হলে যদি আলাদা করে 5G সিমের প্রয়োজন হয়, তাহলেও আপনি একই প্রক্রিয়া অনুসরণ করে দোকানে যাওয়ার ঝামেলা এড়াতে পারেন।

Show Full Article
Next Story