ইলন মাস্কের কোম্পানি Tesla, প্রায়ই বিশ্ববাসীকে নিত্যনতুন চমক দিয়ে থাকে। বলা ভালো, তাদের হাত ধরে বারংবার প্রযুক্তিগত ক্ষেত্রে আলাদা দিশা দেখা যায়। তবে এবার গ্লোবাল ইলেকট্রিক ভেহিকল জায়ান্টটি এমন একটি ঘোষণা করেছে, যা আমার-আপনার মতো অনেক সাধারণ মানুষের জন্য লাভজনক সুযোগ হতে পারে। বিশেষত আজকের দিনেও যারা হাঁটাহাঁটি করেন, তাদের জন্য Tesla-র নতুন ঘোষণা কোনো লটারির চেয়ে কম কিছু নয়! ব্যাপারটা হচ্ছে যে, মাস্কের এই প্রতিষ্ঠান, দিনে 7 ঘণ্টার বেশি সময় হাঁটতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি ঘন্টায় 48 ডলার (অর্থাৎ প্রায় 4,000 টাকা) পর্যন্ত দেওয়ার একটি অনন্য অফার এনেছে।
শুধু হাঁটলেই ঘন্টায় এত টাকা দেবে Tesla?
আজকের দিনে মানুষের মধ্যে হাঁটাহাঁটির অভ্যাস কমেছে। সাধারণত যারা শরীর সম্পর্কে সচেতন বা যাদের মর্নিং ওয়াকের প্রবণতা আছে, তারাই একটু বেশি হাঁটেন। তবে Tesla-র হাঁটার জন্য প্রতি ঘণ্টায় 4 হাজার টাকা দেওয়ার সাম্প্রতিক অফার, এমন কোনও বিষয়ের সাথে সম্পর্কিত নয়। আদতে অফারটি, কোম্পানির চলতি হিউম্যানয়েড রোবট Optimus-এর ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ, যাতে মোশন-ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করে রোবটটিকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি, এই সুযোগটি কাজে লাগিয়ে দিনে 28,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন।
Tesla ও রোবট Optimus
সিইও ইলন মাস্ক, 2021 সালে সর্বপ্রথম Optimus-এর ধারণা সামনে আনেন। এটি বহু-কার্যকরী রোবট যা কারখানার কাজের যত্ন নেওয়া পর্যন্ত নানাবিধ কাজ করতে সক্ষম। গত এক বছরে, Tesla কোম্পানি রোবটটির বিকাশের কাজ বাড়িয়েছে, এমনকি তারা মোশন-ক্যাপচার স্যুটের মাধ্যমে Optimus-এর প্রশিক্ষণে সহায়তা করার জন্য অসংখ্য কর্মী নিয়োগও করেছে, যেমন এখন আবার নতুন সুযোগ আনা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ইচ্ছেমতো হাঁটলেই যে টাকা মিলবে এমন নয়। Tesla-র এই অফার থুড়ি হাঁটার কাজটির নাম দেওয়া হয়েছে ‘ডেটা কালেকশন অপারেটর’, যার সাথে জড়িত ব্যক্তিকে প্রতিদিন 7 ঘণ্টারও বেশি সময় ধরে মোশন-ক্যাপচার স্যুট এবং একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে কোম্পানির টেস্ট রুট ধরে হাঁটতে হবে। হাঁটার পাশাপাশি করতে হবে ডেটা সংগ্রহ-বিশ্লেষণ, প্রতিবেদন লেখা এবং অন্যান্য কিছু ছোটখাটো কাজও।
বিনিময়ে প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা এবং অবস্থানের উপর নির্ভর করে কোম্পানি প্রতি ঘন্টায় 25.25 ডলার (প্রায় 2,120 টাকা) থেকে 48 ডলার (ভারতীয় পাবেন টাকা) পর্যন্ত বেতন দেবে। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক বেতন ছাড়াও যারা এই টেসলার চাকরি করবেন, তারা প্রথম দিন থেকেই দাঁত-চোখসহ চিকিৎসার প্ল্যান, ফ্যামিলি-বিল্ডিং সাপোর্ট এবং অবসরকালীন সুবিধার মতো অতিরিক্ত অনেক সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে আরও কিছু ব্যাপার মাথায় রাখতে হবে।
Tesla-র ‘হাঁটার’ কাজের অন্যান্য তথ্য
Tesla কোম্পানির ‘ডেটা কালেকশন অপারেটর’ কাজের জন্য কিছু শারীরিক প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে। যেমন, এক্ষেত্রে প্রার্থীর উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি বা 5 ফুট 11 ইঞ্চি হতে হবে, থাকতে হবে 30 পাউন্ড পর্যন্ত ওজন বহন করার ক্ষমতা। এছাড়া তাদের VR সরঞ্জামগুলি পরিচালনা করার ক্যাপাসিটি জানতে হবে। এদিকে, কর্মীরা চাকরিতে বিভিন্ন শিফটে কাজ করতে পারবেন – সকাল 8টা থেকে বিকেল সাড়ে 4টে, বিকেল 4টে থেকে সাড়ে 12টা কিংবা রাত 12টা থেকে সকাল সাড়ে 8টা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কাজটি ক্যালিফোর্নিয়া অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। আগ্রহীরা বিশদ জানতে Tesla-র ওয়েবসাইটের ‘কেরিয়ার’ সেকশন দেখতে পারেন।