১০,০০০ টাকার কমে বড় স্ক্রিনের Smart TV, সবচেয়ে কম দামের মডেলের মূল্য ৬,৪৯০ টাকা

আজ থেকে শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ শপিং উৎসব সেল। এই সেলে স্মার্টফোনের উপর দেওয়া বিভিন্ন অফার আমরা আপনাদের ইতিমধ্যেই...
Julai Mondal 9 Oct 2024 7:05 PM IST (Updated: 9 Oct 2024 7:09 PM IST)

আজ থেকে শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ শপিং উৎসব সেল। এই সেলে স্মার্টফোনের উপর দেওয়া বিভিন্ন অফার আমরা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি। এখন স্মার্ট টিভির সাথে পাওয়া অফার সম্পর্কে বলবো। Flipkart Big Shopping Utsav সেলে আপনি ১০,০০০ টাকার কমে দুর্দান্ত সব Smart TV কিনতে পারবেন। এই প্রতিবেদনে আমরা মাত্র ৬,৪৯০ টাকা থেকে শুরু স্মার্ট টিভিগুলির নাম ও ফিচার জানাবো। এদের সাথে আলাদা করে ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।

১০,০০০ টাকার কমে এই স্মার্ট টিভি কিনুন Flipkart থেকে

HUIDI 32 inch HD Ready LED Smart Android Based TV 2024 Edition (HD4FS PRO)

এই টিভি ফ্লিপকার্ট বিগ শপিং উৎসব সেলে ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর এমআরপি ১৮,৯৯৯ টাকা। এর সাথে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই টিভি ২০ ওয়াট সাউন্ড আউটপুট দেবে এবং এতে ইউটিউব সহ একাধিক ওটিটি অ্যাপ সাপোর্ট করে।

InnoQ Spectra 32 inch HD Ready LED TV (32N-MAX/1)

সেলে এই স্মার্ট টিভি ৬,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এর এমআরপি ২৪,৯৯০ টাকা। তবে আপনি ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে আরও কমে টিভিটি কিনতে পারবেন। এতেও ৩০ ওয়াট সাউন্ড আউটপুট ও ইউটিউব সহ অনেকগুলি ওটিটি অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে।

MarQ by Flipkart 32 inch HD Ready LED Smart Coolita TV (32HDCDQEE1B)

এই টিভি সেলে পাওয়া যাচ্ছে ৭,৪৯৯ টাকায়। এর এমআরপি ২১,৯৯০ টাকা। এর সাথেও ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। টিভিটি ২৪ ওয়াট সাউন্ড আউটপুট দেবে এবং এতে ইউটিউব সহ অনেকগুলি OTT অ্যাপ সাপোর্ট করে।

Thomson Alpha 32 inch HD Ready LED Smart Linux TV (32Alpha007BL)

এই টিভিটি পাওয়া যাচ্ছে ৮,৭৯৯ টাকায়। এর এমআরপি ১৪,৯৯৯ টাকা। এটি ৪০ ওয়াট সাউন্ড আউটপুট দেবে। এছাড়া এতেও ইউটিউব সহ অনেকগুলি ওটিটি অ্যাপ সাপোর্ট করে। এর সাথেও ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে।

Infinix 32 inch HD Ready LED Smart Linux TV 2024 Edition (32Y1S)

এই টিভি বিক্রি হচ্ছে ৮,১৯৯ টাকায়। এর এমআরপি ১৬,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারের ফায়দা নিতে পারলে আরও সস্তায় টিভিটি আপনার হবে। এটি ১৬ ওয়াট সাউন্ড আউটপুট দেবে।

Updated On: 9 Oct 2024 7:09 PM IST
Show Full Article
Next Story