Acer ভারতে লঞ্চ করল 65 ও 75 ইঞ্চি নতুন QLED TV, ডলবি অ্যাটমস সহ পাবেন 60W সাউন্ড

এসারের 65 ইঞ্চি টিভির দাম 89,999 টাকা। আবার Acer 75 ইঞ্চি টিভির জন্য, আপনাকে 1,39,999 টাকা খরচ করতে হবে।

Suman Patra 1 Dec 2024 10:52 AM IST

Highlights

Acer M সিরিজের এই Hybrid MiniLED TV -গুলি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি।

এসারের এই টিভিগুলিতে 3 জিবি র‌্যাম, 60W ডলবি অ্যাটমস সাউন্ড এবং অসাধারণ ডিসপ্লে আছে।

এসারের 65 ইঞ্চি টিভির দাম 89,999 টাকা। আবার 75 ইঞ্চি টিভির জন্য, আপনাকে 1,39,999 টাকা খরচ করতে হবে।

ভারতের বাজারে নতুন টিভি লঞ্চ করেছে Acer। কোম্পানির M সিরিজের এই Hybrid MiniLED TV -গুলি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি। এসারের এই টিভিগুলিতে 3 জিবি র‌্যাম, 60W ডলবি অ্যাটমস সাউন্ড এবং অসাধারণ ডিসপ্লে আছে। যারা বড় স্ক্রিনের প্রিমিয়াম টিভি খোঁজ করছেন তাদের জন্য এগুলি আদর্শ। চলুন এসারের নতুন টিভি‌ দুটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Acer Hybrid MiniLED TV -র দাম

এসারের 65 ইঞ্চি টিভির দাম 89,999 টাকা। আবার 75 ইঞ্চি টিভির জন্য, আপনাকে 1,39,999 টাকা খরচ করতে হবে। আপনি অ্যামাজন ইন্ডিয়া থেকে এসার থেকে এই নতুন টিভি দুটি কিনতে পারেন।

ফিচার ও স্পেসিফিকেশন

এসারের টিভিগুলি 'লিফ কার্ভ ডিজাইন' অফার করবে, এগুলি 98% স্ক্রিন-টু-বডি রেশিও সহ এসেছে। এগুলিতে আপনি পাবেন 3840 x 2160 পিক্সেল রেজোলিউশনের দুর্দান্ত 4K QLED ডিসপ্লে। টিভি দুটিতে হাইব্রিড মিনি এলইডি প্রযুক্তি রয়েছে। এদের ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। আর এই ডিসপ্লে 1400 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস লেভেল অফার করে। স্পষ্ট ও প্রাণবন্ত পিকচার কোয়ালিটির জন্য এই টিভিগুলোতে ডলবি ভিশন প্রযুক্তিও রয়েছে।

গেমারদের জন্য, টিভি দুটিতে MEMC এবং অটো লো ল্যাটেন্সি মোড (ALLM) সহ 144Hz ভ্যারিয়েবল রিফ্রেশ রেট পাওয়া যাবে। সাউন্ডের জন্য এগুলিতে 2.1-চ্যানেল স্পিকার সিস্টেম রয়েছে, যার মধ্যে 60W আউটপুট সহ একটি ডেডিকেটেড রিয়ার উফার আছে। আর টিভির সাউন্ড এক্সপেরিয়েন্সকে ভালো করতে এতে ডলবি অডিও সাপোর্ট করবে।

আপনি এসারের টিভিগুলি মুখে বলেও নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ এতে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এই টিভি দুটি 3 জিবি র‌্যাম এবং 32 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। আপনি এগুলিতে A77 এবং A55 কোর সহ রিয়েলটেক ডায়নামআইকিউ চিপসেট পাবেন। কানেক্টিভিটির জন্য এগুলিতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2, তিনটি এইচডিএমআই 2.1 পোর্ট, ইউএসবি 2.0 এবং ইথারনেট পোর্ট 3.0 পাওয়া যাবে।

Show Full Article
Next Story