- Home
- »
- টেলিভিশন »
- ছবি দেখে চোখ জুড়িয়ে যাবে, Acer নিয়ে এল...
ছবি দেখে চোখ জুড়িয়ে যাবে, Acer নিয়ে এল 55 ইঞ্চি ও 65 ইঞ্চির নতুন 4K OLED স্মার্ট টিভি
এসার (Acer) ভারতে লঞ্চ করেছে নতুন W সিরিজের 4K Ultra HD QLED Smart Android TV। অত্যাধুনিক টেলিভিশনটি দুটি আকারে বাজারে...এসার (Acer) ভারতে লঞ্চ করেছে নতুন W সিরিজের 4K Ultra HD QLED Smart Android TV। অত্যাধুনিক টেলিভিশনটি দুটি আকারে বাজারে এসেছে - ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। এসারের এই স্মার্ট টিভি-টি একাধিক উন্নত বৈশিষ্ট্য এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্য ব্যতিক্রমী দেখার অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। এতে রয়েছে কিউএলইডি (QLED) প্যানেল, ৬৪ বিট কোয়াড-কোর প্রসেসর, ১৬ জিবি স্টোরেজ, ৩০ ওয়াট অরাল সাউন্ড এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। আসুন তাহলে নবাগত W সিরিজের 4K Ultra HD QLED Smart Android TV-এর দাম ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে Acer W Series 4K Ultra HD QLED Smart Android TV-এর মূল্য ও লভ্যতা
ভারতের বাজারে এসার ডাব্লিউ সিরিজের ৫৫ ইঞ্চির মডেলের দাম শুরু হচ্ছে ৬৯,৯৯৯ টাকা থেকে এবং এর ৬৫ ইঞ্চি মডেলের প্রারম্ভিক মূল্য ৮৯,৯৯৯ টাকা। উভয় মডেলই এখন ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজন ইন্ডিয়া (Amazon.in)-এর মতো বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে কেনার জন্য উপলব্ধ।
Acer W Series 4K Ultra HD QLED Smart Android TV-এর স্পেসিফিকেশন এবং ফিচার
এসারের ডাব্লিউ সিরিজের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল এর কিউএলইডি (QLED) প্যানেল, যা নির্ভুল এবং প্রাণবন্ত কালার নিশ্চিত করে। এই কারণে এসারের এই স্মার্ট টিভি-টি চলচ্চিত্র এবং ক্রীড়া প্রেমীদের জন্য একটি দুর্দান্ত পছন্দ হয়ে উঠেছে। পাশাপাশি, এর সুপার অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তিটি নিশ্চিত করে যে, স্ক্রিনটি যেন উজ্জ্বল পরিবেশেও দৃশ্যমান থাকে, ফলে এটি বাড়ির যে কোনো ঘরে ব্যবহারের জন্য আদর্শ।
উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য, এসারের ডাব্লিউ সিরিজের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে ৬৪ বিট কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এটি সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি ১১, গুগল অ্যাপস, ফার ফিল্ড মাইক, একটি মোশন সেন্সর এবং একটি ভয়েস-কন্ট্রোলড স্মার্ট রিমোট সহ বিভিন্ন স্মার্ট ফিচার এবং কার্যকারিতা অফার করে।
এছাড়াও, Acer W Series 4K Ultra HD QLED Smart Android TV-টি ৩০ ওয়াট অরাল সাউন্ড এবং ডলবি অ্যাটমস সাপোর্ট সহ অসাধারণ সাউন্ড কোয়ালিটিও সরবরাহ করে। আবার এর এমইএমসি (MEMC) এবং এএলএলএম (ALLM) ফিচারগুলি মসৃণ এবং বিরামবিহীন প্লেব্যাক প্রদান করতে সক্ষম।
ডিজাইনের ক্ষেত্রে, Acer W সিরিজে একটি স্টাইলিশ ফ্রেমলেস, এজ-টু-এজ ডিসপ্লে রয়েছে যা এটিকে একটি আধুনিক, হাই-এন্ড লুক দেয়। এটি একটি ফুল-মোশন স্লিম ওয়াল মাউন্টের সাথে এসেছে যা এটিকে দেওয়ালের সাথে সুরক্ষিতভাবে আটকে রাখার পাশাপাশি এর স্লিক লুকটি প্রদর্শন করে।