Amazon Sale: মাত্র ৬,৯৯৯ টাকা থেকে Smart TV, সাথে বিনামূল্যে Jio-র WiFi

আপনি যদি নতুন স্মার্ট টিভি খোঁজ করে থাকেন তাহলে সুখবর। Amazon-এ এখন চলছে Great Indian Festival Sale। আর এই সেলে মোবাইল ফোনের উপর যেমন অফার…

Puja Mondal 27 Sept 2024 8:02 AM IST (Updated: 27 Sept 2024 8:02 AM IST)

আপনি যদি নতুন স্মার্ট টিভি খোঁজ করে থাকেন তাহলে সুখবর। Amazon-এ এখন চলছে Great Indian Festival Sale। আর এই সেলে মোবাইল ফোনের উপর যেমন অফার পাওয়া যাচ্ছে, তেমনি অনেক সস্তায় Smart TV কেনার সুযোগ রয়েছে। এই সেলে ৬,৯৯৯ টাকা থেকে টিভি বিক্রি হচ্ছে। আবার Amazon থেকে Smart TV কিনলে Jio AirFiber Broadband কানেকশন একদম ফ্রি-তে দেওয়া হচ্ছে। আসুন ১০ হাজার টাকার কমে উপলব্ধ সেরা কয়েকটি স্মার্ট টিভি ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Amazon Sale: ১০ হাজার টাকার কমে Smart TV কেনার সুবর্ণ সুযোগ

VW 32 inch Android Smart LED TV

৩২ ইঞ্চি স্ক্রিনের এই স্মার্ট টিভিটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৭,২৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে এর উপর ৩০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ এই স্মার্ট টিভি মাত্র ৬,৯৯৯ টাকায় কেনা যাবে।

Redmi 32 inch FireTV Smart TV

লেটেস্ট ফায়ারটিভি ওএস ৭ চালিত এই স্মার্ট টিভি ৮,৯৯৯ টাকায় সেলে কেনা যাবে। অডিওর জন্য, এতে ২০ ওয়াট স্পিকার এবং ডলবি অডিও সমর্থন করে।

TCL 32 inch Android LED TV

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই স্মার্ট টিভি কেনা যাবে ৮,৯৯০ টাকায়। এতে এইচডিআর১০ স্ক্রিন ছাড়াও ডলবি অডিও সাপোর্ট করবে এবং প্রচুর কানেক্টিভিটি অপশন উপলব্ধ।

Xiaomi 32 inch HDR Google LED TV

শাওমির স্মার্ট টিভিটি সেল চলাকালীন ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার এসবিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

Show Full Article
Next Story
Share it