অর্ধেকের বেশি ছাড় পাবেন এইসব Smart TV-তে, আজ থেকে শুরু Amazon Prime Day Sale

পূর্ব ঘোষণা মতোই আজ রাত পোহাতে Amazon Prime Days Sale শুরু হচ্ছে, যা ১৬ই জুলাই পর্যন্ত চলবে। আর এই দুদিনব্যাপী সেলে...
Anwesha Nandi 15 July 2023 10:49 AM IST

পূর্ব ঘোষণা মতোই আজ রাত পোহাতে Amazon Prime Days Sale শুরু হচ্ছে, যা ১৬ই জুলাই পর্যন্ত চলবে। আর এই দুদিনব্যাপী সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট বাড়ি বসে সস্তায় কেনা যাবে। এমতাবস্থায় আপনি যদি একটি বড় স্ক্রিনের নতুন স্মার্ট টিভি কিনতে চান, তবে এই বিশেষ বিক্রয়পর্ব মিস করা কিন্তু একদম উচিত হবেনা। কারণ Amazon-এর এই Prime Day Sale-এ অনেক টিভি মডেলের উপরেও বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা সেলে উপলব্ধ টিভি সম্পর্কিত কিছু সেরা অফারের তথ্য শেয়ার করব, যেখান থেকে আপনি সহজেই নিজের জন্য সেরা মডেলটি বেছে নিতে পারবেন।

Amazon Sale-এ এইসব টিভি মিলবে সস্তায়, দেখুন তালিকা

১. iFFALCON S Series HD Ready Smart TV (32 inches): এই টিভির এমআরপি (MRP) ১৯,৯৯৯ টাকা, কিন্তু অ্যামাজন প্রাইম ডে সেলে এটি ৫৫% ডিসকাউন্টে ৮,৯৯৯ টাকায় বিক্রির তালিকাভুক্ত হয়েছে।

ফিচার বলতে এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৩২ ইঞ্চি এইচডি রেডি ডিসপ্লে, ডলবি অডিও সাপোর্টযুক্ত ২৪ ওয়াট স্পিকার ইত্যাদি বিকল্প রয়েছে।

২. Westinghouse Full HD Android LED TV (43 inches): যদি আপনার বাজেট ১৫,০০০ টাকার বেশি না হয়, তাহলে এই মডেলটি ডিসকাউন্টে ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই টিভিতে আরও ছাড় পাওয়া যাবে।

এই টিভিতে অ্যান্ড্রয়েড টিভি (Android TV) সফ্টওয়্যার, আইপিএস (IPS) গ্রেড ডিএলইডি (DLED) প্যানেল এবং অনেক ওটিটি (OTT) অ্যাপ অ্যাক্সেসের সুবিধা রয়েছে।

৩. TCL S Series Full HD Smart Android LED TV (40-inch): এই টিভিটি সেলে ৫৪% ছাড়ে ১৮,৯৯০ টাকায় কেনা যাবে। এটিতে মিলবে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ফুল-এইচডি ডিসপ্লে, ১ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই ইত্যাদি ফিচার।

৪. Redmi 4K Ultra HD Android Smart LED TV (43-inch): এই স্মার্ট টিভিতে ৪৪% ছাড় দেওয়া হচ্ছে, যার ফলে এটি ২৩,৯৯৯ টাকায় মিলবে। এই টিভিতে আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৪কে (4K) ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম।

৫. OnePlus Y Series 4K Ultra HD Smart Android LED TV (43-inch): সেলে এই টিভিটি ২৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

এই স্মার্ট টিভিটিতে বেজেল-লেস ডিজাইনসহ ৪কে ডিসপ্লে আছে। সাথে রয়েছে দুটি ইউএসবি (USB) এবং তিনটি এইচডিএমআই (HDMI) পোর্ট।

৬. OnePlus Y Series 4K Ultra HD Smart Android LED TV (50-inch): এই টিভিটিতে ৩৩% ছাড় মিলবে, যার ফলে এটি কিনতে গেলে ৩০,৯৯৯ টাকা খরচ হবে।

এই বড় পর্দার টিভিতে ডলবি অডিও সাপোর্টসহ ২৪ ওয়াট ডুয়াল স্পিকার এবং কানেক্টিভিটির জন্য এইচডিএমআই, ইউএসবির মতো একাধিক অপশন পাবেন।

৭. SANSUI 4K Ultra HD Smart LED Google TV (75-inch): এই প্রিমিয়াম টিভিটি ৪০% পর্যন্ত ছাড়ে ৭৪,৯৯০ টাকায় বিক্রি মিলবে।

এই মডেলে গুগল টিভি ওএস, ক্রোমকাস্ট, ইজি নেভিগেশন ইত্যাদি ফিচার আছে।

Show Full Article
Next Story