Amazon-এর গরমের সেলের কামাল, 15000 টাকার কমে মিলছে 40 ইঞ্চি Smart TV, ঝটপট কিনে নিন

Big Smart TV under 15000: আপনি কি এখন নিজের বাড়িতে একটি বড় স্ক্রিনের স্মার্ট টিভি রেখে আরামে-মজায় সময় কাটাতে চাইছেন?...
Anwesha Nandi 4 May 2024 11:46 AM IST

Big Smart TV under 15000: আপনি কি এখন নিজের বাড়িতে একটি বড় স্ক্রিনের স্মার্ট টিভি রেখে আরামে-মজায় সময় কাটাতে চাইছেন? তবে এর জন্য আবার আপনার বেশি টাকা খরচ করার ইচ্ছে নেই? তাহলে বেশি ভাবনার প্রয়োজন নেই, কেননা এখন চলতি Amazon Great Summer Sale-এ অনেক স্মার্ট টিভি মডেলই বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। বিশেষত বড় রুমের জন্য টিভি কিনতে চাইলে আপনি ই-কমার্স প্ল্যাটফর্মটি থেকে ৪০-ইঞ্চি মডেলগুলি সস্তায় বেছে নিতে পারেন। আপনার সুবিধার জন্য এই প্রতিবেদনে আমরা Amazon Great Summer Sale-এ বিশেষ ডিসকাউন্টে উপলব্ধ কয়েকটি 40-inch Smart TV সম্পর্কে কথা বলব।

গরমের সেলে সস্তায় কিনুন এই ৪০ ইঞ্চি Smart TV-গুলি

১. Westinghouse HD Smart LED TV: এটি অ্যামাজন গ্রেট সামার সেলে ১২,৯৯৯ টাকায় বিক্রির তালিকাভুক্ত হয়েছে, যার সাথে ১০% ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা আছে।

এই স্মার্ট টিভিটি ১৯২০×১০৮০ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে, ৪ জিবি স্টোরেজ, ৩০ ওয়াট ক্যাপাসিটির স্পিকার, তিনটি এইচডিএমআই পোর্ট এবং দুটি ইউএসবি পোর্ট বহন করে। এতে অনেক ওটিটি অ্যাপের সাপোর্টও আছে।

২. VW Frameless HD Ready Smart LED TV: এই টিভিটি বর্তমানে অ্যামাজন গ্রেট সামার সেলে ১২,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যার ওপর ১,২৫০ টাকার ব্যাঙ্ক অফার কাজে লাগানো যাবে।

ফিচার বলতে এতে বড় ফ্রেম-লেস ডিসপ্লে ছাড়াও দুর্দান্ত অডিও আউটপুটের জন্য রয়েছে ২০ ওয়াটের ডুয়াল স্পিকার। কানেক্টিভিটির জন্য টিভিটিতে দুটি ইউএসবি পোর্ট এবং দুটি এইচডিএমআই পোর্ট পাওয়া যাবে। আবার এটি Amazon Prime Video থেকে শুরু করে অধিকাংশ ওটিটি প্ল্যাটফর্মেরই অ্যাক্সেস দেবে।

৩. Coocaa HD Smart IPS LED TV: অ্যামাজন গ্রেট সামার সেলে এই টিভিটি ৬৫% ছাড়ে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এবং এতে আলাদাভাবে ১,২৫০ টাকার ব্যাঙ্ক অফারও উপলব্ধ রয়েছে। চাইলে নো কস্ট ইএমআইয়ের মতো বিকল্পগুলির সুবিধাও কাজে লাগানো যেতে পারে।

ফ্রেমলেস ডিজাইনের এই স্মার্ট টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট এবং ডলবি অডিও সাপোর্ট বিশিষ্ট স্পিকার আছে।

(বি:দ্র: প্রতিবেদনটি লেখার সময় এইসব অফার উপলব্ধ ছিল, পরে এতে পরিবর্তন হতে পারে, তার দায় টেকগাপের নয়)

Show Full Article
Next Story