- Home
- »
- টেলিভিশন »
- বছর শেষে ধামাকা সেল, কোনো শর্ত ছাড়াই...
বছর শেষে ধামাকা সেল, কোনো শর্ত ছাড়াই Sony Bravia 2 4K Ultra HD স্মার্ট টিভিতে 17 হাজার টাকা ছাড়
Sony Bravia 55 inch Smart TV at Discount: বছর শেষ হতে চলেছে এবং এই উপলক্ষে বিভিন্ন জায়গায় সেল চলছে। এমন পরিস্থিতিতে...Sony Bravia 55 inch Smart TV at Discount: বছর শেষ হতে চলেছে এবং এই উপলক্ষে বিভিন্ন জায়গায় সেল চলছে। এমন পরিস্থিতিতে আপনি যদি বড় ব্র্যান্ডের স্মার্ট টিভি কিনতে চান, তাহলে অ্যামাজনের একটি ডিল হাতছাড়া করা উচিত হবে না। অ্যামাজনের ইয়ার এন্ড সেলে Sony Bravia 55 inch Smart TV বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে।
এই টিভিতে 4K আল্ট্রা এইচডি স্ক্রিন এবং ডলবি অডিও আছে। আর এর নাম সনি ব্রাভিয়া 2 আল্ট্রা এইচডি 55 ইঞ্চি টিভি। টিভিটি লঞ্চের সময়ের থেকে এখন 17000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, তাও কোনও শর্ত ছাড়াই। আসুন অফারের পর এটি কত দামে পাওয়া যাবে দেখে নেওয়া যাক।
Sony Bravia 2 4K Ultra HD স্মার্ট টিভি এখন 17,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
এই অ্যামাজন সেলে সনির 55 ইঞ্চি টিভি 17,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে তালিকাভুক্ত। ব্রাভিয়া 2 টিভি বর্তমানে অ্যামাজনে 57,990 টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য এই টিভি 74,990 টাকায় লঞ্চ হয়েছিল। এর সঙ্গে ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে, আপনি যদি পুরানো টিভি এক্সচেঞ্জ করেন তবে আপনি 2830 টাকা ছাড় পাবেন।
Sony Bravia 2 4K Ultra HD স্মার্ট টিভির ফিচার
সনির 4K রেজোলিউশনের টিভিতে রয়েছে গুগল টিভি, ওয়াচলিস্ট, ভয়েস সার্চ, গুগল প্লে, ক্রোমকাস্ট, এইচডিআর গেমিংয়ের পাশাপাশি অ্যাপল এয়ারপ্লে, অ্যাপল হোমকিট ও অ্যালেক্সার সাপোর্ট। আবার এতে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এবং জি5 এর মতো ওটিটি প্ল্যাটফর্ম সাপোর্ট করবে।
সনি ব্রাভিয়া এলইডি টিভিতে 3840x2160 পিক্সেল রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। এই টিভিতে 20-ওয়াট সাউন্ড আউটপুট মিলবে, যা ওপেন বাফল স্পিকার, বেস রিফ্লেক্স স্পিকার এবং ডলবি অ্যাটমসের মতো ফিচারগুলি অফার করবে। এই টিভির সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি।